আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

রাসূলুল্লাহ সা. কি সর্বত্র হাজির নাজির?

প্রশ্নঃ ১২৬৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমার প্রশ্ন হলো কিছু মানুষ বলে, 'নবী সঃ নাকি সর্বত্র হাজির নাজির' একথা কি সত্য? কুরআন সুন্নাহ ভিত্তিক বিস্তারিত আলোচনা করলে খুব উপকৃত হতাম।

১৯ ডিসেম্বর, ২০২৩
পশ্চিমবঙ্গ ৭৪২৩০৫

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হাজির অর্থ উপস্থিত থাকা আর নাজির অর্থ দেখা বা অবলোকন করা। এক্ষেত্রে হাজির নাজির অর্থ হলো, একই সময়ে জগতের সর্বত্র উপস্থিত থাকা এবং সবকিছু দেখা।
একজন মুমিনের বিশ্বাস হলো, এ ধরণের বৈশিষ্ট্য একমাত্র আল্লাহর মাঝেই রয়েছে। তিনি ছাড়া অন্য কারও মধ্যে এ ধরণের বৈশিষ্ট্য নেই; সে মানুষ হোক বা ফেরেশতা হোক।
এ ব্যাপারে কুরআন হাদিসে স্পষ্ট বক্তব্য এসেছে।
আল্লাহ তাআলা বলেন,
{نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَذَا الْقُرْآنَ وَإِنْ كُنْتَ مِنْ قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ } [يوسف: 3]
অর্থাৎ, আমি আপনাকে এ কুরআনে সর্বোত্তম ঘটনা বর্ণনা করছি, এবং এ বিষয়টি আপনি আগে থেকে জানতেন না।
রাসূল সা. যদি সব জায়গায় উপস্থিত থাকতেন, সর্বাবস্থায় সবকিছু অবলোকন করতেন। তাহলে এ ঘটনা না জানা থাকার কথা না। অথচ আল্লাহ তাআলা বলেতেছেন, রাসূল সা. এ ঘটনা আগে থেকে জানতেন না।
এছাড়াও কুরআনের একাধিক জায়গায় ও অনেক হাদিসে এ ব্যাপারে দলিল প্রমাণ বর্ণিত আছে।
আল্লাহ তাআলা আমাদের এ ধরণের শিরকি আকিদা থেকে বেচে থাকার তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন