আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২২৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাদা,দাদি,নানা ও নানীকে ভাই বা বোন বলা যাবে কি,যেমন নানুভাই,দাদাভাই ইত্যাদি ভাবে ডাকা যাবে কি

৫ জানুয়ারী, ২০২২
পশ্চিমবঙ্গ ৭৪২৩০৫

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





যে অঞ্চলে দাদা ও নানাকে ভাই বলার প্রচলন রয়েছে ঐ অঞ্চলে দাদা ও নানা শব্দের সঙ্গে ভাই যোগ করে "দাদাভাই/নানাভাই" বলা নিষেধ হবে না।

اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ اِخۡوَۃٌ فَاَصۡلِحُوۡا بَیۡنَ اَخَوَیۡکُمۡ وَاتَّقُوا اللّٰہَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ٪

মুমিনরা তো পরস্পর ভাই-ভাই। অতএব, তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে-যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও।
—আল হুজরাত - ১০

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর