আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২২৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,মোবাইলে লুডু খেলা কী হারাম???

২ জানুয়ারী, ২০২২
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





এ বিষয়ে আলেমদের মধ্যে একাধিক মত রয়েছে।

লুডুকে কোনো কোনো আলেম হারাম বলেছেন, আর কোনো কোনো আলেম হারামের চেয়ে কিছুটা কম (মাকরুহে তাহরিমি) বলেছেন। হারাম এবং মাকরুহে তাহরিমি দুটোই নিষিদ্ধ, তবে মাত্রা কিছুটা কম বেশী।

যে কোনো খেলা নিষেধের প্রধান কারণগুলো:

(১) নামাজ থেকে গাফেল করে। বা আল্লাহ্‌ থেকে ভুলিয়ে রাখে।

(২) সময়ের অপচয় ঘটায়।

(৩) আল কুরআনে মুমিনের অপরিহার্য বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যারা অহেতুক কর্মকাণ্ড পরিহার করে চলে তারা হলো মু'মিন।

(৪) গুটি খেলা নিষিদ্ধ।

যে ব্যক্তি (পাশা/শতরঞ্জ) খেলল, সে যেন তার হাতকে শূকরের রক্ত-গোশত দ্বারা রঞ্জিত করল। (হাদীস, সূত্র)

আর, বর্তমানে উলামায়ে কেরাম খেলা বিষয়ে বলতে গিয়ে, পাশা-র কাছাকাছি খেলা হিসেবে-কখনো কখনো দাবা, কেরাম, কখনো তাস, কখনো লুডু, কখনো ষোলগুটি ইত্যাদির উদাহরণও দিয়ে থাকেন।

(৫) আর্থিক লেনদেন।

উল্লেখ্য:

যেগুলো জায়েজ নাকি নাজায়েজ এতে সন্দেহ রয়েছে। কিংবা সেগুলো কোনমতে জায়েজ বলা যায়। সতর্কতা মূলকভাবে সেগুলো থেকে বিরত থাকা উত্তম। কেননা সেগুলো কোনোমতে জায়েজ হলেও, সেগুলোর মাধ্যমে হারামে লিপ্ত হওয়ার আশংকা থাকে।

কোন খেলাগুলো খেলা যাবে:

চিত্ত বিনোদন এবং খেলাধুলা জায়েজ আছে ইসলামে। শরীর চর্চা হয় এমন খেলাগুলো অনুমোদিত।

খেলার ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে:

* পরিবারের সাথে সময় কাটানোর উদ্দেশ্য হলে সেটা খেলা যেতে পারে

* খেলতে গিয়ে নামাজ কাযা করা না হয়,

* আর্থিক লেন-দেন না থাকে,

* সতর উন্মুক্ত হওয়া চলবে না,

* পর্দার খেলাফ না হয়,

* খেলার কারণে অট্টহাসি না হয়

* খুব বেশী সময় এ খেলার পেছনে ব্যয় করা না হয়

এগুলো খেয়াল রেখে, খেলার পেছনে অল্প সময় ব্যয় করা যেতে পারে।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন