আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২২৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন নামাজ শিক্ষা বইগুলো ভালো?

৩ জানুয়ারী, ২০২২
মহাদেবপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




পুর্ণাঙ্গ নামাজ শিক্ষার একমাত্র উপায় হচ্ছে যোগ্যতাসম্পন্ন আলেমের কাছে গিয়ে শেখা। বই কখনই মূল মাধ্যম হতে পারে না। তবে বই সহায়কের ভূমিকা রাখে। কাজেই আপনি আপনার আশে পাশের কোনো হক্কানী আলেমের কাছ থেকে গিয়ে নামাজ শিখুন। আর সহযোগিতার জন্য আপনি নিচের বইটিকে নির্বাচন করতে পারেন।

বই: নবীজীর নামায
লেখক : ড. শাইখ মুহাম্মাদ ইলিয়াস ফয়সাল
প্রকাশনী : মাকতাবাতুল আশরাফ
বিষয় : সালাত/নামায
পৃষ্ঠা: ৪৮৮ (হার্ড কভার)
ওযুর পদ্ধতি, ওযু নষ্টের কারণ, নামাযের তাকবীর থেকে নিয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত করণীয়, বর্জনীয় সকল মাসআলা-মাসায়িল আলোচনা করা হয়েছে বইটিতে। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ নামায শিক্ষার বই। কিন্তু বাজারে তো নামায শিক্ষার অনেক বই আছে। তো এই বইটির কী প্রয়োজন?
বইটির অনন্য বৈশিষ্ট হচ্ছে:

—হানাফি ফিকহের আলোকে রচিত এবং প্রতিটি মাসআলার স্বপক্ষে কুরআন-হাদীস থেকে বিশুদ্ধ দলীল পেশ করা হয়েছে।
—মিথ্যা বানোয়াট ফযিলতের স্থান নেই এতে। বরং দলিল প্রমাণহীন প্রচলিত অনেক আমলই খণ্ডন করা হয়েছে।
—রচনা করেছেন মদীনা মুনাওয়ারাহ আলিম ড. শাইখ মুহাম্মাদ ইলিয়াস ফয়সাল।
—অনুবাদ করেছে বিখ্যাত মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়ার উস্তাদ মাওলানা যাকারিয়া আব্দুল্লাহ
—আর সম্পাদনা করেছেন আমাদের দেশের প্রখ্যাত আলেমে-দ্বীন মাওলানা আব্দুল মালেক ছাহেব

অনলাইনে বইটির পিডিএফ পাওয়া যায়। চাইলে আপনি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন।
এছাড়াও আপনি আমাদের অ্যাপসের কিতাব সেকশনে গিয়ে খোঁজ করতে নামাজের বেশ কয়েকটি বই পেয়ে যাবেন। সেগুলোও ডাউনলোড করে পড়তে পারেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন