আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২১৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয়! আমাদের মহল্লার জামে মসজিদে নামাজের মধ্যে ইমাম সাহেব কিরাত পড়তে যেয়ে সূরা নূর এর ৩৬ নম্বর আয়াতে (في بيوت اذن الله) "আযিনাল্লাহু" এর স্থানে "আযিনাল্লাহা" পড়েছে। যার কারণে অর্থের মধ্যে বেশ পরিবর্তন আসে। এখন আমার জানার বিষয় হলো- এমতাবস্থায় নামাজের কোন সমস্যা হয়েছে কিনা। আর হয়ে থাকলে নামাজ দোহরাতে হবে কিনা! অনুগ্রহ পূর্বক দলীল সহকারে জানালে খুব উপকৃত হতাম!

৩১ ডিসেম্বর, ২০২১
Jessore - Khulna Hwy

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রশ্নে উল্লেখিত ভূলটির দরুন যদিও অর্থের পরিবর্তন ঘটে, কিন্তু এই পরিবর্তনের কারণে নামাজ নষ্ট হবে না। নামাজ পূণরায় পড়তে হবে না।

وَأَمَّا الْمُتَأَخِّرُونَ: كَابْنِ مُقَاتِلٍ، وَابْنِ سَلاَّمٍ، وَإِسْمَاعِيل الزَّاهِدِ، وَأَبِي بَكْرٍ الْبَلْخِيِّ، وَالْهِنْدُوَانِيِّ، وَابْنِ الْفَضْل فَاتَّفَقُوا عَلَى أَنَّ الْخَطَأَ فِي الإِْعْرَابِ لاَ يُفْسِدُ الصَّلاَةَ مُطْلَقًا، وَإِنْ أَدَّى اعْتِقَادُهُ كُفْرًا، كَكَسْرِ " وَرَسُولِهِ "، فِي قَوْله تَعَالَى: {أَنَّ اللَّهَ بَرِيءٌ مِنَ الْمُشْرِكِينَ وَرَسُولُهُ} لأَِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يُمَيِّزُونَ بَيْنَ وُجُوهِ الإِْعْرَابِ،

—আল মাওসূআ আল ফিকহিয়্যাহ

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর