আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নারীর মাথায় কাপড় না থাকলে কি ইমান চলে যায়?

প্রশ্নঃ ১১৯৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এলাকায় তালিম করে এমন কিছু আন্টিরা আছে যারা প্রায়ই বলে যে মাথায় কাপড় না থাকলে সেই মহিলার নাকি ইমান ই নাই (বাসায় নন মাহরম না থাকলে বা পর্দার খেলাফ হওয়ার সম্ভাবনা নাই) । তারপর বলে যে নবিজীর সুন্নত নাকি মাথায় কাপড় দিয়ে রাখা সবসময়। এই বিষয়টি সম্পর্কে যদি স্পষ্ট ধারণা পেতাম।

২৭ জানুয়ারী, ২০২৫
বরিশাল

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


তাদের কথা শুদ্ধ নয়। আর ইমান থাকা না থাকার সাথে মাথার কাপড়ের কোনো সম্পর্ক নাই। নারীরা বাইরে গেলে সমস্ত শরীর আবৃত করে রাখবে। কিন্তু ঘরে
মাহরামের সামনে সতর হল, মাথা, চুল, গর্দান, কান, হাত, পা, টাখনু, চেহারা, গর্দান সংশ্লিষ্ট সিনার উপরের অংশ ছাড়া বাকি পূর্ণ শরীর সতর।

কিতাবের মাঝে সিনার কথা এসেছে। এর মানে হল, স্তনের উপরের ও গলার নিচের মাঝামাঝি অংশটাকে বুঝানো হয়েছে। স্তনও মাহরাম পুরুষের জন্য সতরের অন্তর্ভূক্ত।

বোনের ছেলে ভাগিনা। তিনি মাহরাম। তার সামনে উড়না ছাড়া হাতা কাটা জামা পরিহিত অবস্থায় যাওয়া জায়েজ। তবে ফিতনার আশংকা হলে জায়েজ নয়।

(وَمِنْ مَحْرَمِهِ) هِيَ مَنْ لَا يَحِلُّ لَهُ نِكَاحُهَا أَبَدًا بِنَسَبٍ أَوْ سَبَبٍ وَلَوْ بِزِنًا (إلَى الرَّأْسِ وَالْوَجْهِ وَالصَّدْرِ وَالسَّاقِ وَالْعَضُدِ إنْ أَمِنَ شَهْوَتَهُ) (رد المحتار، كتاب الحظر والاباحة، فصل فى النظر والمس-9/527-528)

وَأَمَّا نَظَرُهُ إلَى ذَوَاتِ مَحَارِمِهِ فَنَقُولُ: يُبَاحُ لَهُ أَنْ يَنْظُرَ مِنْهَا إلَى مَوْضِعِ زِينَتِهَا الظَّاهِرَةِ وَالْبَاطِنَةِ وَهِيَ الرَّأْسُ وَالشَّعْرُ وَالْعُنُقُ وَالصَّدْرُ وَالْأُذُنُ وَالْعَضُدُ وَالسَّاعِدُ وَالْكَفُّ وَالسَّاقُ وَالرِّجْلُ وَالْوَجْهُ، الخ وَلَا بَأْسَ لِلرَّجُلِ أَنْ يَنْظُرَ مِنْ أُمِّهِ وَابْنَتِهِ الْبَالِغَةِ وَأُخْتِهِ وَكُلِّ ذِي رَحِمٍ مَحْرَمٍ مِنْهُ كَالْجَدَّاتِ وَالْأَوْلَادِ وَأَوْلَادِ الْأَوْلَادِ وَالْعَمَّاتِ الخ وَكَذَا إلَى كُلِّ ذَاتِ مَحْرَمٍ بِرَضَاعٍ أَوْ مُصَاهَرَةٍ كَزَوْجَةِ الْأَبِ وَالْجَدِّ وَإِنْ عَلَا وَزَوْجَةِ ابْنِ الِابْنِ وَأَوْلَادِ الْأَوْلَادِ.

وَإِنْ سَفَلُوا الخ إنَّمَا يُبَاحُ النَّظَرُ إذَا كَانَ يَأْمَنُ عَلَى نَفْسِهِ الشَّهْوَةَ، فَأَمَّا إذَا كَانَ يَخَافُ عَلَى نَفْسِهِ الشَّهْوَةَ فَلَا يَحِلُّ لَهُ النَّظَرُ، (الفتاوى الهندية، كتاب الكراهية، الْبَاب الثَّامِن فِيمَا يَحِلّ لِلرّجلِ النَّظَر إلَيْهِ وَمَا لَا يَحِلّ لَهُ-5/328، تاتارخنية-18/92، رقم-2813

والله اعلم بالصواب
লুৎফুর রহমান ফরায়েজী

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন