আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৯৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের মাকরূহ সময়ের মধ্যে জানাযায় নামাজ পড়া জায়েজ? বিস্তারিত জানালে উপকৃত হব ইনশাআল্লাহ।

২৮ ডিসেম্বর, ২০২১
মনোহরদী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





ফজর ও আসরের নামাজের পর জানাজার নামাজ পড়া যাবে। তবে ফজরের পর সূর্যদয়ের পূর্বে আর আছরের পর সূর্য হলুদ বর্ণ ধারণ করার পূর্বে জানাজার নামাজ পড়ে নিতে হবে। কিন্তু সরাসরি সূর্যেোদয়ের সময়, দ্বিপ্রহরের সময় এবং সূর্যাস্তের সময় জানাজার নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি।

ফরজ নামাজ আদায়ের নির্ধারিত পাঁচটি সময় থাকলেও নফল নামাজের জন্য সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। যখন ইচ্ছা পড়া যাবে। তবে কিছু সময় এমন আছে যখন নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম। আর কিছু সময় এমন আছে যাতে নির্ধারিত কিছু নামাজ পড়া মাকরুহ। সাহাবি উকবা বিন আমের জুহানী রা. বলেন, ‘তিনটি সময়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়’।
(সুবুলুস সালাম: ১/১১১, মুসলিম: ১/৫৬৮)

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন