প্রশ্নঃ ১১৯১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফজোরের ফরজ নামাজের আগে যদি সুননত নামাজ আদায় করা না হয়ে থাকলে তা হলে এই সুননত নামাজ টা কখন আদাই কোরবো এই বিসয়ে কোন ইমামের কি তোরিকা সোবটা পরিস্কার করে বলবেন ইনসাআললহ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফজরের পূর্বের দুই রাকাত সুন্নত ছুটে গেলে এই সুন্নতটি কখন আদায় করবে ? এই নিয়ে ইমামগণের মাঝে মতভেদ রয়েছে! ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফেয়ী রহ: বলেন উক্ত সুন্নতটি সূর্যোদয়ের পূর্বে আদায় করা জায়েজ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তা'আলা বলেন ফজরের পর পুরোপুরি সূর্যোদয়ের পূর্বে উক্ত দুই রাকাত সুন্নত আদায় করা মাকরুহ, এটি ইমাম মালেক রহমতুল্লাহি আলাইহিরও এক অভিমত! এবং এর উপরেই হানাফী মাজহাবের ফতোয়া! কেননা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেন-
لا صلاة بعد صلاةالفجر حتى تطلع الشمس
অর্থাৎ- ফজরের ফরজ আদায় করার পর সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত আর কোন নামাজ নেই!
উক্ত হাদিসের উপর ভিত্তি করেই হানাফী মাযহাবের ফতোয়া হল: কেউ যদি ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত আদায় করতে না পারে তাহলে সে সূর্যোদয়ের পর উক্ত দুই রাকাত সুন্নত আদায় করে নেবে, এর পূর্বে নয়!
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন