আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

লিউকোরিয়া (শ্বেত প্রদর) রোগ নিরাময়ের তদবির

প্রশ্নঃ ১১৮৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাচ্ছি যে সাদা স্রাব যদি অনরবত হতে থাকে, পানি পড়া বা তাবিজ ব্যবহার করছি, ডাক্তার ও দেখিয়েছি। মাঝে মধ্যে ভালো হয় আবার হয়। আমার প্রশ্ন হল এই অবস্থায় কি নামাজ পড়তে পারবে

২৬ সেপ্টেম্বর, ২০২৩
ঢাকা ১২০৫

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم



লিকুরিয়া (শ্বেত প্রদর) রোগ নিরাময়ের তদবির: 


১. প্রথম তদবির। 

কোন মহিলার লিকুরিয়া রোগ হলে কোন আল্লাহ ওয়ালা মুত্তাকী আলেমের মাধ্যমে নিম্নলিখিত আয়াত তিনশত বার পড়ে পানিতে ফু দিয়ে ৪১ দিন পর্যন্ত রোগী এই পানি পান করবেন। দিনে রাতে যখনই পানি পান করবে এই পানি থেকেই পান করবে।


 ويشفي صدور قوم مؤمنين. وننزل من القران ما هو شفاء. بحق اياك نعبد واياك نستعين. 


২. দ্বিতীয় তদবির। 

কোন মহিলা লিকুরিয়া রোগের আক্রান্ত হলে পাক পবিত্র হওয়ার পর কোন আল্লাহ ওয়ালা মুত্তাকী আলিম এর মাধ্যমে সাদা কাগজে সূরা নাজম জাফরান কালি দিয়ে লিখে জমজমের পানি অথবা সাধারণ পানিতে গুলিয়ে রোগী পান করবে। নিয়মিত সাতদিন এই পানি পান করতে হবে। 

আল্লাহ তাআলা শিফা নসীব করবেন ইনশাআল্লাহ।


সাদাস্রাব নাপাক। শরীর বা কাপড়ের যেখানে লাগবে সে অংশ ধুয়ে ফেলতে হবে। এরপর অজু করে নামাজ পড়বে।


والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর