আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পারিবারিক কলহ থেকে মুক্তির উপায়

প্রশ্নঃ ১১৮২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বামীকে আল্লাহর দাস হওয়ার জন্য অনুরোধ করলে পাগল মনে করে। মানসিক যন্ত্রনা আর নিতে পারছিনা,কী করব?

২ ডিসেম্বর, ২০২৩
Downtown Toronto, Canada

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




প্রিয়বোন! আল্লাহ তায়ালা আপনার সকল পেরেশানী দূর করুন। দাম্পত্য জীবন সুন্দর ও সুখময় করুন। আল্লাহ তায়ালা আপনার স্বামীকে সহীহ বুঝ দান করুন। আপনি তার জন্য দোয়া করুন। বিশেষত শেষ রাতে তাকে শুনিয়ে শুনিয়ে আল্লাহ তায়ালার কাছে রোনাজারি করুন। কান্নাকাটি করুন। তার হেদায়াতের উদ্দেশ্যে সাধ্যমতো দান সদকা করুন। আপনি চেষ্টা ও দোয়া চালিয়ে যান। হতাশ হবেন না। হতাশা মুমিনের বৈশিষ্ট্য নয়। ইনশাআল্লাহ আশা করা যায় অচিরেই তিনি নিজের ভুল বুঝতে পারবেন। ফিরে আসবেন দ্বীনের সুশীতল ছায়ায়। 


দ্বিতীয়ত, বিষয়গুলো নিয়ে পারিবারিকভাবেও আলোচনা করুন। কেননা আলোচনার মাধ্যমে অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। আবার আলাপ-আলোচনার পথ পরিহার করে মান-অভিমান ধরে রাখলে অনেক মজবুত সর্ম্পকও নষ্ট হয়ে যায়। কাজেই এই দিকেও সতর্কদৃষ্টি দিবেন আশা করছি। আল্লাহ তায়ালা কবুল করুন।


والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন