আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৬৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।বিয়ের সময় কনেরা মেকাপ করে। আবার, স্ত্রীরা স্বামীর সন্তুষ্টির জন্যে মাঝেমধ্যে সাজগোজ করে। তখনও দেখা যায়, এমন ভাবে মেকাপ করে যে, স্ত্রী যদি কালো বর্ণেরও হয়, তাহলেও চেহারা অনেক সাদা হয়ে যায়। এগুলো কি সৃষ্টির বিকৃতি নয়? আর যদি না হয়, তাহলে সৃষ্টির বিকৃতি বলতে কি কি বুঝানো হয়েছে?

২৪ ডিসেম্বর, ২০২১
Dhaka

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





স্বামীর মনোরঞ্জনের জন্য স্ত্রী সাজগোজ করা শুধু জায়েয নয়, বরং সুন্নত। মেয়েরা মেকআপ করে কাল মেয়েটিকেও ফর্সা দেখায়, এটি সৃষ্টির বিকৃতি নয়। সৃষ্টির বিকৃতি বলতে শরীরে উল্কি আঁকা, দাঁতগুলো কিনারে ঘষে ঘষে চিকন করা ও মাঝে ফাঁকা ফাঁকা সৃষ্টি করা, নাক কান কেটে দেয়া, চোখ উপড়ে ফেলা, ভ্রু উপড়ে ফেলা, চেহারায় যে সমস্ত পশম দূষণীয় আকারে বড় হয় না সেগুলোও উপড়ে ফেলা, গাল কেটে দিয়ে চেহারা ক্ষতবিক্ষত করা, পুরুষের কান ফোঁড়ানো ইত্যাদি।

لَّعَنَہُ اللّٰہُ ۘ  وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنۡ عِبَادِکَ نَصِیۡبًا مَّفۡرُوۡضًا ۙ

যার প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন। শয়তান বললঃ আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশ গ্রহণ করব।
—আন নিসা - ১১৮

وَّلَاُضِلَّنَّہُمۡ وَلَاُمَنِّیَنَّہُمۡ وَلَاٰمُرَنَّہُمۡ فَلَیُبَتِّکُنَّ اٰذَانَ الۡاَنۡعَامِ وَلَاٰمُرَنَّہُمۡ فَلَیُغَیِّرُنَّ خَلۡقَ اللّٰہِ ؕ  وَمَنۡ یَّتَّخِذِ الشَّیۡطٰنَ وَلِیًّا مِّنۡ دُوۡنِ اللّٰہِ فَقَدۡ خَسِرَ خُسۡرَانًا مُّبِیۡنًا ؕ

তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে আশ্বাস দেব; তাদেরকে পশুদের কর্ণ ছেদন করতে বলব এবং তাদেরকে আল্লাহর সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব। যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয়।
—আন নিসা - ১১৯

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন