আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৫৪১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা জানিদেশ প্রেম মনে অঙ্গ, আমাদের দেশের বিজয় দিবস, শহিদ দিবস, স্বাধীনতা দিবস ইত্যাদি উপলক্ষে কি কি করনীয়?অনেকে দেশাত্মবোধক গান শুনে এ দিবসগুলো উপলক্ষে, আবার অনেকে লাল, সবুজ, সাদা কালো পোষাক পরে। যদিও গান শোনা হারাম। গান শুনার মাধ্যমে তাদের কবের কখনো কোন শ্রদ্ধা প্রবেশ করবে না এটা সবাই জানে। একমাত্র দুয়া ব্যাতিত। এখন আমাদের কি করনীয় এসব দিবস উপলক্ষ্যে?

২১ ডিসেম্বর, ২০২১
Shiruail

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





এসব দিবসে আসলে আমাদের জন্য তেমন কোনো করণীয় নেই । যদিও এগুলোতে সোচ্চার থাকা, বিভিন্ন কর্মসূচী পালন করা অনেকটা রীতিতে পরিণত হয়েছে। তবে আমরা যদি করতে চােই তাহলে এমন কর্মসূচীই পালন করা উচিত যা তাদের আখেরা কাজে আসবে এবং আমাদের উভয় জাহানে কল্যাণকর হবে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন