প্রশ্নঃ ১১৩৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় শায়েখ।আমি কয়েক দিন ধরে খুব চিন্তিত আছি কোন কিছু ভালো লাগছে না।কার কাছে জানতে চাইবো এটাও বুঝতে পারছি না। অবশেষে আপনার কাছে প্রশ্ন টি করলাম।আমার প্রশ্ন টি হলো, আমি বিবাহিত এবং মাদ্রাসায় লেখাপড়া করি। আমার এখনো চার বছর বাকি। কিন্তু আমার স্ত্রী চাইনা যে আমি লেখাপড়া করি।তো কয়েকদিন আগে আমি আমার স্ত্রীর সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে বললাম যে, আমার এসব আর ভালো লাগছে না ,রাগ হয়ে গেলে বাড়ি থেকে একেবারে চলে গিয়ে লেখাপড়া করব।চার বছর আর বাড়ি আসব না। তুমি থাকতে মনে চাইলে থাকবা, মনে না চাইলে.... অর্থাৎ এপর্যন্ত বলেই চুপ হয়ে গেছি।তৎক্ষণাৎ আমার স্ত্রী বলে উঠল ।কি.....! এতো বড় কথা? থাকতে মনে চাইলে থাকবা? আমি থাকব না তোমার সাথে। বাপের বাড়ি চলে যাব।এখন আমার কথা হলো আমার স্ত্রী এখনো আমার সাথেই আছে।আর আমার বলার উদ্দেশ্য ছিল যে,যেই চার বছর বাইরে গিয়ে লেখাপড়া করব তখন তুমি থাকতে চাইলে থাকবা, থাকতে মনে না চাইলে.... যা আমি উপরে উল্লেখ করেছি।আমি জানতে চাচ্ছি আমার স্ত্রী কি তালাক হয়ে যাবে।।??জানালে খুব উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী আপনার চিন্তিত হওয়ার কারণ নাই। যেহেতু তালাক শব্দ উচ্চারণ করেননি কিংবা তালাকের নিয়তও করেন নি। কাজেই আপনার স্ত্রী তালাক হয়নি। তবে এজাতীয়
পরিস্থিতিতে শব্দ উচ্চারণে সাবধানতা অবলম্বন করা অবশ্যক। তা না হলে যেকোনো মূহুর্তে বড়ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন