বিদেশ থেকে মোবাইলে বিবাহ
প্রশ্নঃ ১১২৬০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম মোঃ শিব্বির আহমাদ। জনাব, আমার এক বোন জানতে চেয়েছে -তার বিবাহ হয়েছে একজন প্রবাসি ভাই এর সাথে। কিন্তু তার বিবাহের পদ্ধতিটা শরিয়ত সম্মত হয়েছে কিনা তাই জানার জন্য, আমার শরনাপর্ন হয়।বিবাহ পদ্ধতি নিচে বর্ননা করলাম, বিবাহের আয়োজন করা হয় মেয়ের বাড়িতে। বিবাহ অনুষ্ঠিত হওয়ার সময় ছেলে বিদেশে আর মেয়ে দেশে। বিয়ের সময় মেয়ের বাড়িতে বিয়ের মজলিস হয়। তখন মেয়ের অভিভাবকগন বিয়ের মজলিসে উপস্থিত থেকে বিদেশি ছেলেকে ভিডিও কলে রেখে কাজি সাহেব মেয়ের বাড়িতে বিবাহের মজলিসে বসে মেয়েকে এবং বিদেশি ছেলেকে ভিডিও কলের মাধ্যমে কবুল বলায়। ছেলে বিদেশে বসে কবুল বলে আর মেয়ে দেশে বসে কবুল বলে, বিবাহের মজলিসে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষের লোকজন উপস্থিত থাকে। ৩ লাখ টাকা দেনমর নির্ধারণ করা হয়। তাদের বিবাহের বয়স ১ বছর ৫ মাস। কিন্তু ছেলে এখনো বিদেশে দেশে আসেনি। পরবর্তীতে এই বোন কোন এক ওয়াজের মধ্যে শুনতে পায়। মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বিবাহ সহিহ হয় না। তাই মুহতারাম আপনার কাছে আকুল আবেদন দলিল ভিত্তিক উত্তর দিলে চির কৃতজ্ঞ থাকিব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. প্রশ্নোক্ত পদ্ধতিতে তাদের বিবাহ সহিহ হয়নি। কেননা বিবাহ করার সময় প্রস্তাবকারী এবং কবুলকারী একই মজলিসে থাকতে হয়। কিন্তু ভিডিও কলে সেটা হয় না। তাই তাদের জন্য আবাশ্যক হলো, এখন থেকেই পরস্পরের কথাবার্তা বন্ধ করে দেওয়া। হয়তো শরীয়তসম্মত পন্থায় (মোবাইলেই) বিবাহ করা নতুবা ছেলে দেশে আসার পর সরাসরি ইজাবকবুলের মাধ্যেমে বিবাহ করা।
২. মোবাইলে বিবাহ প্রসঙ্গে আমাদের সমাজে বিভিন্ন ধরণের সিস্টেম চালু আছে যার অনেকগুলোই শরীয়ত সমর্থিত নয়। বরং এধরনের সংকটময় মুহূর্তে শরীয়ত সমর্থিত পদ্ধতি হলো, ছেলে অথবা মেয়ে কোন একজনের পক্ষ থেকে অপরজনকে কিংবা তৃতীয় কোনো ব্যক্তিকে উকিল নিযুক্ত করা হবে। যিনি অপর পক্ষের কাছেই আছেন। এরপর দায়িত্বপ্রাপ্ত উকিল দুইজন সাক্ষীর উপস্থিতিতে নিজের উকিল নিযুক্তিরর বিষয়টি উল্লেখপূর্বক সেখানে বিবাহের আসর (মজলিস) হবে সেখানে তার মক্কেলের পক্ষ থেকে অন্তত দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহের ঈজাব অথবা কবুল করার মাধ্যমে বিবাহ সম্পন্ন করবেন। যদি উকিলকেই বিবাহের উদ্দেশ্যে ওকালতির দায়িত্ব দেওয়া হয়ে থাকে তাহলে উকিল তাকে বিবাহ করতে পারবে।
فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9)
{আদ দুররুল মুখতার-৩/৯, ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮}
প্রশ্নোক্ত ক্ষেত্রে ছেলে তার পরিবারের কাউকে তার পক্ষ থেকে ওকিল বানিয়ে দিতে পারে। তারপর সেই উকিল মেয়ের পরিবারের কাছে দুইজন সাক্ষীর উপস্থিতিতে তার ওকালতীর বিষয়টি জানান দিয়ে এভাবে বলবে যে, “অমুকের ছেলে আমুক আমাকের তার বিবাহের ওকিল বানিয়েছে। আমি তার দেওয়া ক্ষমতা বলে এতো টাকা (৩ লাখ) মহরের বিনিময়ে তার পক্ষ থেকে আপনার মেয়েকে (বোনকে অথবা সরাসরি মেয়েকেও হতে পারে)-বিবাহের প্রস্তাব করলাম। মেয়ের ইজিনের ভিত্তিতে পরিবারের সদস্যগণ কিংবা মেয়ে নিজেই যদি কবুল বলে তাহলেই বিবাহ সহিহ হয়ে যাবে।
এই পদ্ধতিতে ওকিল নিযুক্ত করা ছাড়া মোবাইলে বিবাহ সহিহ হবে না।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন