আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ওয়াক্ত হওয়ার আগেই নামাজ!

প্রশ্নঃ ১১২১৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটি বক্তব্য একজন হুজুর কে বলতে শুনেছি,"আপনি যদি কোনো কারণে আগের থেকেই জানেন যে বাইরে থাকার ফলে, কোন ওয়াক্তের ফরজ নামাজ পড়ার জায়গা, সময় বা পরিবেশ পাবেন না। তবে ঐ ওয়াক্তের নামাজ আগের ওয়াক্তের নামাজের সাথে আদায় করতে পারেন।" এটা কতটুকু সত্য? সত্য হলে এরূপ সালাত আদায় করার নিয়ম কি? শুধু ফরজ নামাজ পড়তে হবে নাকি সুন্নত ও পড়া যাবে? ইত্যাদি জানাবেন।আমি মুসাফির এর কথা বলছি না। কোন কাজে বাইরে থাকলে সালাত আদায়ের এ ধরনের কোন নিয়ম আছে কিনা তাই জানতে চাচ্ছি।বি:দ্র: আমি একজন মেয়ে। তাই বাইরে নামাজ আদায় করা আমার জন্য একটু কঠিন। জায়গা বা পরিবেশ পাওয়া যায় না। এ কারণেও জিজ্ঞেস করা।

১৪ আগস্ট, ২০২৪
খুলনা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী! আপনার শোনা বক্তব্যটি সঠিক নয়। হয়তো তাঁর কোথাও বুঝার ভুল থাকতে পারে। কেননা মহান আল্লাহ প্রতিটি নামাজকে নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করেছেন। তাই সেই নির্দিষ্ট সময় হলেই তা আদায় করতে হবে।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই নামাজ মুসলমানদের ওপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ।’ (সুরা নিসা : ১০৩)।

আবু আমর শায়বানী (রহ.) হতে বর্ণিত। তিনি ‘আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, এ বাড়ির মালিক আমাদের নিকট বর্ণনা করেছেন, ‘আমি আল্লাহর রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয়?

তিনি বললেন, ‘যথাসময়ে সালাত আদায় করা। ইবনে মাসউদ (রা.) পুনরায় জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি?

তিনি বলেন, অতঃপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। ইবনে মাসউদ (রা.) আবার জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি? আল্লাহর রাসুল (সা.) বললেন, অতঃপর আল্লাহর পথে জিহাদ করা। ইবনে মাসউদ (রা.) বলেন, এগুলো তো আল্লাহর রাসুল (সা.) আমাকে বলেছেনই, যদি আমি আরো অধিক জানতে চাইতাম, তাহলে তিনি আরো বলতেন। (বুখারি, হাদিস : ৫২৭)

তাই ভ্রমণে বের হওয়ার ক্ষেত্রে নামাজের সময় বিবেচনা করে বের হওয়া উচিত। অথবা গাড়ি থামিয়ে পথে কোথাও পড়ে নেওয়া উচিত। যদি আপ্রাণ চেষ্টার পরও এ দুটির একটিও সম্ভব না হয়, তবে কাজা করে নিতে হবে। সময় হওয়ার আগে নামাজ পড়ার কোনো অবকাশ নেই।

দ্বিতীয়ত: (পূর্বের বিষয়টি আবার উদ্বৃতি করছি) ভ্রমণে বের হওয়ার ক্ষেত্রে নামাজের সময় বিবেচনা করে বের হওয়া উচিত। অথবা গাড়ি থামিয়ে পথে কোথাও পড়ে নেওয়া উচিত। যদি এগুলো সম্ভব না হয় তাহলে আসপাশের কোনো মসজিদে গিয়ে দ্বিতীয় তলায় আথবা নিচতলার কোনো কর্ণারে/পিলারের আড়ালে নামাজ পড়ে নিবেন। নারীদের জন্য ঘরে নামাজ আদায় করা উত্তম এবং অধিক সাওয়াবের কাজে- সে টা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ইসলাম সম্পর্ক জানাশোনা কম থাকার কারণে আমাদের সমাজের কিছু মানুষ মনে করেন নারীরা মসজিদের যেতেই পারবে না! গেলে মসজিদ নাপাকা হয়ে যাবে কিংবা গুনাহ হবে’!! আসলে বিষয়টি এমন নয়।

এছাড়াও যথা সময়ে নামাজ আদায়ের ব্যাপারে যত্নশীল হলে আরো অনেক পদ্ধতি, সুযোগ বেরিয়ে আসবে। আল্লাহ তায়ালা আমাদের বুঝার এবং আমল করার তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন