আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১১২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১| বাচ্চাদের ভ্রু তে কী কাজল দেওয়া জায়েজ আছে। ২| বাচ্চাদের জন্য কী তাবিজ নেওয়া জায়েজ আছে। ৩| বাচ্চাদের জন্য লোহা বা ম্যাচ রাখা জায়েজ আছে। বা শরীয়তের বিধান কী বলে? Please কিছুক্ষনের মধ্যে উত্তর দেওয়ার অনুরোধ রইল। কারণ আমার পরিবার বলেছে আমার ছোট ভাইয়ের কপালে টিপ দিতে, ভ্রু তে কাজল দিতে। কিন্তু আমি দিতে দিচ্ছি না। তাই হযরত দয়া করে কিছুক্ষণে মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। Please. Please. Please.......,

৫ ডিসেম্বর, ২০২১

ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





আমাদের সমাজে সাধারণত বদনজর থেকে বাঁচানোর জন্য বাচ্চাদের চোখো কপালে কাজল পরানো হয়। যা পুরোপুরি মূর্খতা এবং কুসংস্কার। কেউ যদি এই ধারণা করে যে কাজলের মধ্যে বদ নজর প্রতিরোধ ক্ষমতা আছে তাহলে তা শিরক হিসেবে গণ্য হবে। তবে যদি কেউ সৌন্দর্যের অংশ হিসেবে ছোট বাচ্চাদের চোখে ভ্রুতে কাজল ব্যবহার করে তাহলে তার অবকাশ আছে। আর কোনো মুসলিমের জন্য কপালে টিপ দেওয়া সঙ্গত নয়। সে ছোট হোক কিংবা বড়। কেননা এটা মুসলিম সংস্কৃতি নয়। কপালে টিপ পরা হিন্দুধর্মের তিলক সিঁদুরের সাথে সাদৃশ্যপূর্ণ। কাজেই এর থেকে প্রত্যেক মুসলমানের বেঁচে থাকা আবশ্যক।

প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা প্রশ্ন করুন। ধন্যবাদ।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৫৭৩১৭

নেশামুক্ত অ্যালকোহল মিশ্রিত পারফিউম, বডি স্প্রে, আতর বা সুগন্ধি ব্যবহার করার মাস'আলা


১১ মে, ২০২৪

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী শাহাদাত হুসাইন ফরায়েজী

৩৪৯৮৭

বাবা-মা বাবরী চুল রাখতে না দিলে সন্তানের করণীয়


৯ জুলাই, ২০২৩

সিলেট

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৩৪৮৩০

ভ্রু প্লাক করেছে এমন গর্ভবতী মায়ের প্রতি উপদেশ


১৪ জুন, ২০২৩

নারায়নগঞ্জ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৩১৮৪৭

রোজা রেখে আতর, পারফিউম ব্যবহার করা যাবে?


৩০ মার্চ, ২০২৩

৬২H৫+৫৯৭

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy