আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পালক সন্তানের সাথে কি পর্দা করা জরুরী?

প্রশ্নঃ ১১০১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কোন ব্যাক্তি কোন বাচ্চাকে দত্তক নেয়, কিন্তু তাদেরকে দুধ না খাওয়ায় তাহলে ঐ বাচ্চা বড় হলে মা অথবা বাবার সাথে পর্দা করা ওয়াজিব কিনা?

১০ ডিসেম্বর, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ছোট বাচ্চা দত্তক নিয়ে লালন পালন করলে এই বাচ্চা নিজের সন্তানের মত আপন হয় না। একে পালক পুত্র বা কন্যা হিসেবে গন্য করা হবে। এমনকি কুরআনুল কারীমের সুস্পষ্ট বিধান হলো এই বাচ্চার পরিচয় তার জন্মদাতা বাবার সাথে মিলিয়ে দিতে হবে। পালক পিতা পালক মা তারা কখনোই আপন মা-বাবা নয়।
এ বাচ্চা সাবালক হলে মা-বাবার সাথে পর্দা রক্ষা করে চলতে হবে। কুরআন কারীমের সুস্পষ্ট বিধান টি দেখুন-

مَا جَعَلَ اللّٰہُ لِرَجُلٍ مِّنۡ قَلۡبَیۡنِ فِیۡ جَوۡفِہٖ ۚ وَمَا جَعَلَ اَزۡوَاجَکُمُ الّٰٓیِٴۡ تُظٰہِرُوۡنَ مِنۡہُنَّ اُمَّہٰتِکُمۡ ۚ وَمَا جَعَلَ اَدۡعِیَآءَکُمۡ اَبۡنَآءَکُمۡ ؕ ذٰلِکُمۡ قَوۡلُکُمۡ بِاَفۡوَاہِکُمۡ ؕ وَاللّٰہُ یَقُوۡلُ الۡحَقَّ وَہُوَ یَہۡدِی السَّبِیۡلَ

আল্লাহ কোন মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি। তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা যিহার কর, তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন।
—আল আহ্‌যাব - ৪

اُدۡعُوۡہُمۡ لِاٰبَآئِہِمۡ ہُوَ اَقۡسَطُ عِنۡدَ اللّٰہِ ۚ فَاِنۡ لَّمۡ تَعۡلَمُوۡۤا اٰبَآءَہُمۡ فَاِخۡوَانُکُمۡ فِی الدِّیۡنِ وَمَوَالِیۡکُمۡ ؕ وَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ فِیۡمَاۤ اَخۡطَاۡتُمۡ بِہٖ ۙ وَلٰکِنۡ مَّا تَعَمَّدَتۡ قُلُوۡبُکُمۡ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا

তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
—আল আহ্‌যাব - ৫

উল্লেখ্য, বাচ্চার বয়স চাঁদের হিসেবে দু বছর পূর্ণ হওয়ার পূর্বে পালক মা নিজের স্তনের দুধ খাইয়ে দিলে এই বাচ্চা বড় হওয়ার পর মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে। তখন দুধের সন্তান হিসেবে গণ্য হবে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন