আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৬৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি OmBazar নামের একটি অ্যাপ থেকে মোবাইলে রিচার্জ করি। এমতাবস্থায় রিচার্জ দেওয়ার কারণে তারা আমাকে Cashback points দেয়। এখন ঐ Cashback points ব্যায়/খরচ করার জন্য আমাকে লটারি ধরতে বলা হ্য়। 500 points হলে একটি করে লটারি ধরা যায়। বিভিন্ন প্রকার পুরষ্কারাদি পাওয়া যায়। এখন এই লটারি টা কি ধরা যাবে? বিস্তারিত বলার জন্য অনুরোধ রইলো।

২৮ নভেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





OmBazar সম্পর্কে বিস্তারিত জানান। বিস্তারিত না জেনে কিছু বলা যাবে না। পয়েন্ট, লটারী বা এজাতীয় অনেক কিছুর মাঝেই সুদ লুকায়িত থাকে। আমাদের উচিত যেকোনো কাজে জাড়িত হওয়ার আগে তার মাসায়েল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন