আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৫৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ।কোন নিকট আত্মীয়র খারাপ ব্যাবহার এ যদি আমার তার প্রতি কথা বলার ইচ্ছা চলে যায়, এবং তার প্রতি মনের মধ্য ঘৃনা জমে যায়, তাহলে কি পাপ হবে? এ অবস্থায় আমার করনীয় কী?

২১ নভেম্বর, ২০২১
ফরিদগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





নিকট আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা বজায় রাখা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপদেশ দিয়েছেন, যেসব আত্মীয়রা তোমার সঙ্গে খারাপ আচরণ করে, কষ্ট দেয়, তাদের সাথে তুমি আত্মীয়তা বজায় রাখ।

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم صِلْ مَنْ قَطَعَكَ وَأَعْطِ مَنْ حَرَمَكَ وَاعْفُ عَمَّنْ ظَلَمَكَ

উক্ববাহ বিন আমের রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমার সঙ্গে যে আত্মীয়তা ছিন্ন করেছে, তুমি তার সাথে তা বজায় কর, তোমাকে যে বঞ্চিত করেছে, তুমি তাকে প্রদান কর এবং যে তোমার প্রতি অন্যায়াচরণ করেছে, তুমি তাকে ক্ষমা ক'রে দাও।”

( মুসনাদ আহমাদ ১৭৪৫২, হাকেম ৭২৮৫, ত্বাবারানী ১৪২৫৮, বাইহাক্বীর শুআবুল ঈমান ৮০৭৯, সিঃ সহীহাহ ৮৯১ )

আত্মীয়তা রক্ষা স্বার্থে বছরে ন্যূনতম একবার সাক্ষাৎ করবেন। অল্প সময় অবস্থান করে প্রত্যাবর্তন করবেন। আর সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবেন।
এতে হাদীসে যাদেরকে হুঁশিয়ারি দেয়া হয়েছে তাদের মধ্যে পড়বেন না ইনশাআল্লাহ।

والله اعلم بالصواب

মাহমুদুল হাসান মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন