মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৪২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমি জানতে চাই ইমাম সাহেবেরা গ্রামের সব ধরনের লোকের বাসা থেকে কি খানা খেতে পারবে,,যদি ফেতনার আশংকায় কিছু বলতে ও পারেনা এমত অবস্থায় ইমাম সাহেব হালাল খাবার খাওয়ার জন্য কি করনীয়,, এবং যদি হয় যে ইমাম সাহেব সে নিজে কিনে পাক করে খাওয়ার তৌফিক না থাকে, তখন কি তাহলে এমতাবস্থায় সমাজের ভালো (হালাল উপার্জন কারির ঘরে) ও খারাপ (হারাম,সুদ ঘুষের টাকা পয়সা উপার্জন কারির ঘরে) খাওয়া ও তাদের কে বাহির করা ও তো কঠিন আবার জিজ্ঞেস করতে ও পারিনা ফেতনা সৃষ্টি হবে এজন্য,তবে কি, খাওয়া জায়েজ হবে, অপারগতা অক্ষমতা হিসেবে,কি করনীয়, দয়া করে আমাকে উত্তর দিয়ে উপকৃত করবেন ইংশা---আল্লাহ, দলিল রেফারেন্স সহ উত্তর দিলে ভালো হয়, আল্লাহ তায়ালা আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমীন।,

২৪ নভেম্বর, ২০২১

Rupganj Upazila

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






ইমাম সাহেবের খাবার সাধারণত তার পারিশ্রমিকের অন্তর্ভুক্ত। কাজেই সেটাকে নিয়ে অহেতুক মাথা ঘামানোর প্রয়োজন নাই। যদি কারও উপার্জন ব্যাপারে সন্দেহ হয় তাহলে কৌশলে তার ঘরের খাবার এড়িয়ে চলবে।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৮৬২৬৫

অন্যের বিবাহিতা স্ত্রীকে নিজের জন্য পাওয়ার দোয়া করা কি বৈধ?


১ জুলাই, ২০২৫

Dhaka 1230

question and answer icon

উত্তর দিয়েছেনঃ সাইদুজ্জামান কাসেমি

৯৭১৩৮

আপন বোনকে যাকাত দেওয়ার বিধান


২৩ মার্চ, ২০২৫

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম

৯৮৪৪৫

আল্লাহর পক্ষ থেকে হালালকৃত বস্তুকে কসমের মাধ্যমে হারাম করার বিধান কি?


৯ এপ্রিল, ২০২৫

সিলেট

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

৯৪৯১৯

মোবাইলের ব্লুটুথে মাগরিবের আজান চালিয়ে দিয়ে ইফতার করতে চাওয়া


১১ মার্চ, ২০২৫

সিন্দুর পুর

question and answer icon

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ