আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১০৩৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামঃ তানজিম আহমেদ জাকারিয়া ইমেইলঃ [email protected]প্রশ্নঃ আমার স্ত্রী একজন গার্মেন্টস শ্রমিক (অপারেটর) সে কাজের চাপে যথাসম্ভব নামাজ আদায় করতে পারেনা, নামাজ কাযা হয়ে যায়, এমতাবস্থায় করনীয় কি? সে বাসায় এসে যে কয় ওয়াক্ত কাযা হয় সেই কয় ওয়াক্ত একসাথে কাযা আদায় করে নেয়।এভাবে কাযা আদায় করে নিলে কি গুনাহ হবে?

২৩ নভেম্বর, ২০২১
Unnamed Road

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





আল্লাহ তায়ালা ওয়াক্ত মত নামাজ পড়া ফরজ করেছেন। নামাজ তার ওয়াক্ত অনুযায়ী আদায় করতেই হবে। মাঝেমধ্যে ইমারজেন্সি কোন দুর্ঘটনার শিকার হয়ে ওয়াক্ত মত নামাজ পড়তে না পারলে কিংবা ভুলে গেলে অথবা ঘুমিয়ে থাকলে পরবর্তীতে এই নামায কাজা করার মাসআলা রয়েছে। ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে দেওয়ার অবকাশ ইসলামে নেই। এতে কবীরাহ গুনাহ হবে।

ইচ্ছাকৃত নামাজ নষ্ট করে দিলে তার জন্য কঠোর হুঁশিয়ারি এসেছে কুরআনুল কারীমের সূরা মারিয়াম-এ।

فَخَلَفَ مِنۡۢ بَعۡدِہِمۡ خَلۡفٌ اَضَاعُوا الصَّلٰوۃَ وَاتَّبَعُوا الشَّہَوٰتِ فَسَوۡفَ یَلۡقَوۡنَ غَیًّا ۙ

তারপর তাদের স্থলাভিষিক্ত হল এমন। লােক, যারা নামায নষ্ট করল এবং ইন্দ্রিয় - চাহিদার অনুগামী। সুতরাং তারা অচিরেই তাদের পথভ্রষ্টতার সাক্ষাত পাবে।
—মারইয়াম - ৫৯

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন