আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বর্তমান কলুষিত পরিবেশে সাধারণ মুসলিমদের করণীয়

প্রশ্নঃ ১০২২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে আছি কোকরাঝাড় অসম ভারত থেকে।প্রশ্ন-সমাজে আজকাল প্রত্যকটি খারাপ (সুদ,যেনা,ব্যাবিচার) কাজ দিন দিন বেড়ে যাচ্ছে এমতাবস্থায় আমরা যারা সাধারণ মানুষ তাদের করণীয় সম্পর্কে যদি কিছু বলেন খুব ভালো হতো। ধন্যবাদ।

২৫ আগস্ট, ২০২৪
অসম ৭৮৩৩৩৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আল্লাহর রহমত ছাড়া অন্যায়-অপরাধ তথা গোনাহের কাজ থেকে বাঁচার কোনো উপায় নেই। কারণ খালেছ বান্দা হওয়ার জন্য যেমন আল্লাহর একান্ত রহমত প্রয়োজন, ঠিক তেমনি গোনাহ তথা পাপ কাজ থেকে বেঁচে থাকতে আল্লাহর রহমতের বিকল্প নেই।
পাপ কাজ থেকে হিফাজত থাকার দোয়াটি তুলে ধরা হলো-

اللهم اني اعوذ بك من منكرات الاخلاق والاعمال والاهواء
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিন মুংকারা-তিল আখলা-ক্বি ওয়াল আ’মা-লি ওয়াল আহওয়া-ই।

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে মন্দ আখলাক্ব বা চরিত্র ও আমল এবং মন্দ কামনা-বাসনা থেকে পানাহ চাই।’ (তিরমিজি, রিয়াদুস ছালিহীন)

উৎস : হজরত যিয়াদ বিন ইলাকা রাদিয়াল্লাহু আনহু তাঁর চাচা কুতবা বিন মালিক হতে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শব্দাবলীসহ দোয়া করতেন-
আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিন মুংকারা-তিল আখলা-ক্বি ওয়াল আ’মা-লি ওয়াল আহওয়া-ই’ -
‘হে আল্লাহ! আমি তোমার কাছে মন্দ আখলাক্ব বা চরিত্র ও আমল এবং মন্দ কামনা-বাসনা থেকে পানাহ চাই।’

সুতরাং আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখানো পদ্ধতিতে পাপ কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমীন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১২৫৯৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শাইখ আমার ২টি প্রশ্ন ছিল।
উত্তর দিলে অনেক কৃতজ্ঞ হব..!

১. জুম্মা মোবারক বলা কি বিদাত..?
২. আমরা নব হিদায়াত পাওয়ার পর দেখছি,
আমাদের আশেপাশে চারিদিকেই শুধু ফিতনা আর ফিতনা।
যদিও হিদায়েত পাওয়ার আগে এগুলো সবই স্বাভাবিক মনে হতো। আমি শুনেছি গায়রে মাহরাম পুরুষদের চোখে চোখ রেখে কথা বললে গুনাহ হয়। আমারা যারা জেনারেল লাইনে পড়াশুনা করি তাদের সর্বদাই স্কুল, কলেজে গায়রে মাহরম শিক্ষকদের সাথে পড়াবিষয়ক কথা বলার প্রয়োজনে চোখে চোখ রেখে কথা বলতে হয়। সম্প্রতি H.S.C পরিক্ষা দিয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি। কিন্তু এইযে গায়রে মাহরমের বিষয় ও আরও নামারকম বিষয় গুলো যা ফিতনার সাথে সম্পর্কিত আমাকে দারুণভাবে ভাবাচ্ছে। যদিও আমি শিক্ষা অর্জন করে এর আলোকে ইসলামেরই খিদমত করতে চাই,
আমাকে দয়া করে কিছু পরামর্শ দিলে খুব উপকৃত হব..!!

অগ্রিম ধন্যবাদ।
আল্লাহ আপনাকে নেক প্রতিদান দান করুক।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৪ জানুয়ারী, ২০২২
Shiruail