মসজিদে হারামে প্রবেশের সুন্নত ও আদবসমূহ
প্রশ্নঃ ১০১৬১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মসজিদে হারামে প্রবেশের সুন্নত ও আদব গুলো কি কি?
১ মে, ২০২৫
ঢাকা ১২০৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. নত চোখে, ভীত মনে মসজিদে প্রবেশ করবে।
২. মসজিদে প্রবেশের পূর্বে জুতো/স্যান্ডেল খুলে নিবে। জুতো/ স্যান্ডেল ভেতরে নিতে হলে ঝেড়ে পরিষ্কার করে ব্যাগে ভরে নিবে।
৩. প্রথমে বাম পায়ের জুতো/স্যান্ডেল তারপর ডান পায়ের জুতো/স্যান্ডেল খুলবে।
৪. প্রবেশের পূর্বে বিসমিল্লাহ পড়বে।
৫. দুরুদ ও সালাম পড়বে।
৬. দু‘আ পড়বে।
এই তিনটাকে একত্রে এভাবে পড়া যায়-
بِسْمِ اللهِ وَالصَّلُوةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ اَللّٰهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
(বিসমিল্লাহি ওয়াস্সলাতু ওয়াস্সালামু আলা রসূলিল্লাহি আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রহমাতিক।)
৭. যতক্ষণ মসজিদে থাকবে নফল ইতিকাফের নিয়ত করে নিবে।
নফল ইতিকাফের নিয়ত এভাবে করবে-
“আমি নফল ইতিকাফের নিয়ত করলাম।”
৮. মসজিদে হারামে প্রবেশের পর সামনের দিকে নজর দিলে কালো গিলাফ আচ্ছাদিত আল্লাহর ঘর ‘বাইতুল্লাহ শরীফ’ নজরে আসবে। বাইতুল্লাহ শরীফ প্রথমে নজরে আসলেই তিনবার পড়বে-
اَللَّهُ أَكْبَرُ لَا إِِلَهَ إِلَّا اللهُ
(আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ)
৯. উপরোক্ত দু‘আটি তিনবার পড়ার পর দাঁড়ানো অবস্থাতেই বুক পর্যন্ত হাত তুলে হাজির আবেগাপ্লুত মন থেকে যে দু‘আগুলো আসে আল্লাহর কাছে তা প্রার্থনা করবে। এখন দু‘আ কবুল হওয়ার একটি বিশেষ মুহূর্ত। এই মুহূর্তে নিম্নোক্ত দু‘আ পড়াও মুস্তাহাব-
أَعُوذُ بِرَبِّ الْبَيْتِ مِنَ الدَّيْنِ وَالْفَقْرِ وَمِنْ ضِيْقِ الصَّدْرِ وَعَذَابِ الْقَبْرِ
(আউযু বিরব্বিল বাইতি মিনাদ্দাইনি ওয়াল ফাকরি ওয়ামিন দ্বীকিস্ সদরি ওয়া 'আযাবিল কবরি।)
১০. বায়তুল্লাহ (কাবা শরীফ) প্রথমে নজরে আসার সময় পারলে এ দু‘আটিও পড়বে-
اَللّٰهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ اَللّٰهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَشْرِيفًا وَتَعْظِيمًا وَّتَكْرِيمًا وَّمَهَابَةً، وَزِدْ مَنْ شَرَّفَهُ وَّكَرَّمَهُ مِمَّنْ حَجَّهُ وَاعْتَمَرَهُ تَشْرِيفًا وَّتَكْرِيمًا وَّتَعْظِيمًا وَّبِرًّا
(আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিন্কাস সালামু ফাহাইয়্যিনা রব্বানা বিস সালাম, আল্লাহুম্মা যিদ হাযাল বাইতা তাশরীফাওঁ ওয়া তা'যীমাওঁ ওয়া তাকরীমাওঁ ওয়া মাহাবাহ, ওয়া যিদ মান শাররফাহু ওয়া কাররমাহু মিম্মান হাজ্জাহু ওয়া'তামারাহু তাশরীফাওঁ ওয়া তাকরিমাওঁ ওয়া তা'যীমাওঁ ওয়া বিররা।
১১. মসজিদে হারামে প্রবেশ করে সুন্নাতে মুয়াক্কাদা পড়তে হলে পড়বে নতুবা তাওয়াফ শুরু করবে। মসজিদে হারামে প্রথম প্রবেশে দুখুলুল মসজিদ (দুই রাকাত) পড়া নিয়ম নয়। তবে তাওয়াফ করতে গেলে ফরয নামায কাজা হওয়ার বা জামাত ছুটে যাওয়ার অথবা মুস্তাহাব ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা হলে তওয়াফের স্থলে দুই রাকাত দুখুলুল মসজিদ পড়ে নেয়া উত্তম। ফতোয়া শামী ২/৪৯২, মুসতাদরাকে হাকেম ৭৯১, সহীহ মুসলীম ৭১৩-১
والله اعلم بالصواب
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৪
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১