আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

তাওয়াফের নামায

প্রশ্নঃ ১০১৬৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাওয়াফের পর দুই রাকাত নামায কোথায় পড়বে? মাকামে ইবরাহিমের নিকট নাকি অন্য কোথাও পড়লে হবে।

১ মে, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যে-কোনও ব্যক্তি বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করবে তাকে হুকুম দেওয়া হয়েছে যে, সাত চক্কর সমাপ্ত হওয়ার পর সে মাকামে ইবরাহীমের পেছনে দাঁড়িয়ে বাইতুল্লাহ শরীফের অভিমুখী হবে এবং দু’ রাকাআত সালাত আদায় করবে। তাওয়াফের এই দুই রাকাত নামায হানাফী মাজহাব মতে ওয়াজিব। মাকামে ইবরাহীম থেকে পেছন দিকে পড়া সুন্নত। তবে সেখানে পড়া সম্ভব না হলে হারাম শরীফের যেকোনো জায়গায়, সাফা মারওয়ায়, দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় কিংবা ছাদের উপরেও পড়তে পারবে। এমনকি কেউ যদি মাকরূহ ওয়াক্তে তাওয়াফ শেষ হওয়ার কারণে অথবা ভুলের কারণে মসজিদে হারামের মধ্যে এই নামায না পড়ে, হোটেলে গিয়ে আদায় করে তাতেও অসুবিধে নেই। উপরন্তু যদি কেউ নিজ দেশে যাওয়ার পরও যদি স্মরণ হয় তাহলে সেখানেও তিনি সেই দুই রাকাত নামায পড়ে নিতে পারবেন।
হযরত উমর রাযি. ফজরের পরে তাওয়াফ করেছেন। এই সময় মাকরূহ ওয়াক্ত চলছিল বিধায় আবতাহ নামক স্থানে গিয়ে ইশরাকের সময় তাওয়াফের দুই রাকাত আদায় করেছেন। উল্লেখ্য, তাওয়াফের দুই রাকাত ওয়াজিব নামায ছেড়ে দেওয়ার কারণে কোনো দম/জরিমানা আবশ্যক হয় না। -সুরা বাকারা: আয়াত ১২৫, আদ্দুররুল মুখতার: ২/৪৯৮
পরামর্শ: তাওয়াফের নামায আদায়ের সময় যথাসাধ্য চেষ্টা করবে নারী পুরুষ আলাদা হয়ে ইতমিনানের সাথে খুশুখুযু নিয়ে আদায় করতে। তাওয়াফকারীদের ভীড়ের কারণে যদি আপনার ডানে বামে কিংবা সামনে কোন নারী এসে নামাযের নিয়ত করে তাহলে এর কারণে আপনার নামায ফাসেদ হবে না। কেননা এটা জামাতের নামায নয়। জামাতের নামাযে এমন হলে নামায ভেঙ্গে যাবে।
টিকা: মাকামে ইবরাহিম হলো কাবা শরিফের পূর্ব দিকে তথা দরজা থেকে আরেকটু পূর্ব দিকে একটি পাথর, যেখানে নবী ইবরাহিম (আ.)-এর পায়ের ছাপ সংরক্ষিত আছে। এটি মক্কা শহরের মসজিদুল হারামে মাতাফে অবস্থিত। এই স্থান ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুসলমানদের জন্য একটি পবিত্র নিদর্শন। তাওয়াফ শেষে মাকামে ইবরাহিমের পেছনে দুই রাকাত নামায পড়া সুন্নত।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন