আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বাইতুল্লাহ শরীফ দর্শনের ফযীলত

প্রশ্নঃ ১০১৬১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাবা শরীফ প্রথম দেখায় দু‘আ কবুল হয় এই রকম কোনো হাদীস আছে?

১ মে, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


কাবা শরীফ প্রথম দেখায় দু‘আ করলে দু‘আ কবুল হয়। এ সংক্রান্ত হাদিস আছে। হাদীসের সনদের ব্যাপারে যদিও মুহাদ্দিস উলামায়ে কেরামের দ্বিমত আছে; তবে ফাজায়েলের ক্ষেত্রে এজাতীয় হাদিস আমলযোগ্য।
ইমাম তাবরানী রহ. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. সূত্রে উল্লেখ করেনে যে, নবী করীম ﷺ ইরশাদ করেছেন, আল্লাহ তা‘আলা প্রতিদিন তাঁর ঘরের হাজ্বীদের জন্য ১২০টি (বিশেষ) রহমত নাযিল করেন। ৬০টি তাওয়াফকারীদের জন্য, ৪০টি মুসল্লীদের জন্য এবং ২০টি দর্শন কারীদের জন্য। আল মুজামুল আওসাত-৬৩১৪
ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ একটি মারফু হাদিস বর্ণনা করেছেন, রাসূল ﷺ বাইতুল্লাহ এর সাথে হাত তুলে এই দু‘আ করতেন-
اَللّٰهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَعْظِيْمًا وَ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ مَهَابَةً
অর্থ : হে আল্লাহ! তুমি এ ঘরের মর্যাদা ও মহিমা এবং সম্মান ও সমীহ বৃদ্ধি করে দাও।
তবে সহীহ মুসলিমে বর্ণিত আছে বায়তুল্লাহর তাওয়াফ শেষে তিনি (রাসূলুল্লাহ সা সাফা পাহাড়ের দিকে গমন করলেন। এরপর তাতে আরোহণ করে বায়তুল্লাহর দিকে চেয়ে দেখলেন এবং দু'হাত উচু করে আল্লাহর প্রশংসা প্রকাশ করতে লাগলেন এবং তার যা দু‘আ করার ছিল সে বিষয়ে দু‘আ করলেন। সহীহ মুসলিম: হাদীস নং ৪৪৭১
হযরত জাবির রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ সাফায় আরোহণ করে যখন তিনি বায়তুল্লাহর প্রতি তাকান তখন তাকবীর বলেন। সুনানে নাসায়ী: হাদীস নং ২৯৭১

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন