আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নারীগণ নামায কোথায় পড়বে? বাইতুল্লায় না হোটেলে?

প্রশ্নঃ ১০১৬০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাইতুল্লাহ বা মসজিদে নববীর নামাযের যেই ফযীলত সেটা কি নারী পুরুষ সকলের জন্যই না কি শুধু পুরুষদের জন্য?

১ মে, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মসজিদে হারামে প্রতি রাকাত নামাযে লক্ষ রাকাতের সওয়াব, এই ফযীলত পুরুষদের জন্য খাস। নারীদের জন্য ঘরে নামায পড়লে এর চেয়েও বেশি সওয়াব হবে। বিষয়টি রাসূলুল্লাহ ﷺ সুস্পষ্ট বলেছেন।
আব্দুল্লাহ্ ইবনে মাস্উদ (রাযিঃ) হতে বর্ণিত। নবী ﷺ বলেনঃ মহিলাদের ঘরে নামায আদায় করা বৈঠকখানায় নামায আদায় করার চাইতে উত্তম এবং মহিলাদের সাধারণ থাকার ঘরে নামায আদায় করার চেয়ে গোপন প্রকোষ্ঠে নামায আদায় করা অধিক উত্তম। সুনানে আবু দাউদ, হাদীস নং ৫৭০; এ বিষয়ে আরো বিস্তারিত জানতে দেখুন- muslimbangla.com/masail/29284
উল্লেখ্য, দারুল উলুম দেওবন্দের সাবেক সদরুল মুদাররিসিন এবং শাইখুল হাদিস মুফতি সায়ীদ আহমদ পালনপুরী রহ. তার লিখিত সুনানে তিরমিযীর ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আলমাঈতে উল্লেখ করেছেন যে, হাজ্বী নারীদেরকে বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে নামায আদায় করা থেকে নিরুৎসাহিত করা উচিত নয়। কেননা তারা জীবনে একদুইবার অত্যন্ত আগ্রহ এবং মহব্বত নিয়ে বাইতুল্লাহ গিয়ে থাকেন। এমতাবস্থায় যদি তাদেরকে ঘরে/হোটেলে নামায আদায়ের ব্যাপারে কড়াকড়ি করা হয়, তাহলে তাদের মধ্যে অনাগ্রহ এবং অলসতা তৈরি হবে। কাজেই তাদেরকেও বেশী থেকে বেশী সময় বাইতুল্লাহ শরীফে কাটানোর ব্যবস্থা করে দেওয়া চাই। তুহফাতুল আলমাঈ:২/১৪৭ ‍

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন