আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বাইতুল্লাহে দু‘আ কবুলের স্থানসমূহ

প্রশ্নঃ ১০১৫৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মক্কায় দু‘আ কবুল হওয়ার স্থানসমূহ কি কি?

১ মে, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মক্কায় দু‘আ কবুল হওয়ার স্থানসমূহ:
১. বায়তুল্লাহর উপর নজর পড়ার সময়। ২. মাতাফ, ৩. মুলতাযাম, ৪. হাতীমের মধ্যে, ৫. মীযাবে রহমতের নিচে, ৬. মাকামে ইবরাহীমের পিছনে, ৭. যমযম কুপের নিকটে, ৮. সাফা মারওয়ায়, ৯. সায়ীর স্থানে; বিশেষত সবুজ বাতির এলাকার মাঝে, ১০. আরাফায়, ১১. মুজদালিফায়, ১২. মিনায়, ১৩. জামারাতের নিকটে, ১৪, হজ্বরে আসওয়াদ ও রুকনে ইয়ামানীর মধ্যে। মুআল্লিমুল হুজ্জাজ পৃ. ২৮৫ ; আহকামে হজ্ব ২৭;

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন