আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

উমরার ইহরামে হজ্ব করলে

প্রশ্নঃ ১০১৫৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উমরার ইহরাম বাঁধার পর উমরা না করেই উক্ত ইহরামে হজ্ব করার হুকুম কি?

১ মে, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


উমরার ইহরাম দিয়ে হজ্ব আদায় করা সুন্নতের খিলাফ ও মাকরূহ। সেই সাথে পরবর্তীতে উমরার কাযাও আদায় করতে হবে। এবং ইহরাম পরিবর্তনের কারণে একটি দম দিতে হবে। ফতোয়া কাসিমীয়া-১২/১৯৬-১৯৭- আল মাওসুয়াতুল ফিকহিয়া ২/১৪০

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন