আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

কংকর মারা বাদ গেলে

প্রশ্নঃ ১০১৫৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন ব্যক্তি কংকর নিক্ষেপে ভুল করলে করণীয় কি?

১ মে, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


তিন দিনের সকল কংকর অথবা এক দিনের পুরো বা অধিকাংশ কংকর (অর্থাৎ প্রথম দিন চারটি আর দ্বিতীয় ও তৃতীয় দিন এগারটি কংকর) নিক্ষেপ বাদ দিলে একটি দম ওয়াজিব হবে। আর যদি দশ তারিখে তিন কংকর বা এর কম এবং ১১ ও ১২ তারিখে দশ কংকর বা এর কম বাদ পড়ে যায় তাহলে প্রত্যেক কংকরের পরিবর্তে পূর্ণ একটি সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হবে। আলমাবসূত, সারাখসী ৪/৬৫; বাদায়েউস সানায়ে ২/৩২৬; মানাসিক ৩৫৮

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন