মুসলিম বিবাহ

আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৭- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৬৫৩২
আন্তর্জতিক নং: ৭০০৪

পরিচ্ছেদঃ ২৯৪১. মহিলাদের স্বপ্ন।

৬৫৩২। আবুল ইয়ামান (রাহঃ) ......... যুহরী (রাহঃ) থেকে এ হাদীসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি জানিনা, তার সাথে কি ব্যবহার করা হবে? উম্মুল আলা (রাযিঃ) বললেন, আমি এতে চিন্তাগ্রস্থ হয়ে ঘুমিয়ে পড়লাম। তখন আমি স্বপ্নে উসমান ইবনে মাযউন (রাযিঃ) এর জন্য প্রবাহমান ঝর্নাধারা দেখতে পেলাম। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এ সম্পর্কে অবহিত করলাম। তিনি বললেনঃ এটা তার আমল।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

rabi

বর্ণনাকারী:

সহীহ বুখারী - হাদীস নং ৬৫৩২ | মুসলিম বাংলা