মুসলিম বিবাহ

আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৬২৫৯
আন্তর্জতিক নং: ৬৭১৬

পরিচ্ছেদঃ ২৭৮৭. কাফফারা আদায়ের ক্ষেত্রে মুদাব্বার, উম্মে ওয়ালাদ, মুকাতাব এবং যিনার সন্তান আযাদ করা।
এবং তাউস রাহঃ বলেছেন, উম্মে ওয়ালাদ এবং মুদাব্বার আযাদ করা চলবে।

৬২৫৯। আবু নু'মান (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি তার গোলামকে মুদাব্বার বানালো। ঐ গোলাম ব্যতীত তার আর কোন মাল ছিল না। খবরটি নবী (ﷺ) এর কাছে পৌছল। তিনি বললেনঃ গোলামটিকে আমার কাছ থেকে কে ক্রয় করবে? নুআয়ম ইবনে নাহহাম (রাযিঃ) তাকে আটশ দিরহামের বিনিময়ে ক্রয় করে নিলেন। সনদস্থিত রাবী আমর (রাহঃ) বলেনঃ আমি জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে বলতে শুনেছি যে, সে গোলামটি ছিল কিবতী আর (আযাদ করার) প্রথম বছরেই সে মারা গিয়েছিল।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৬২৫৯ | মুসলিম বাংলা