মুসলিম বিবাহ

আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৬২৫৮
আন্তর্জতিক নং: ৬৭১৫

পরিচ্ছেদঃ ২৭৮৬. মহান আল্লাহর বাণীঃ "অথবা গোলাম আযাদ করা।" এবং কোন প্রকারের গোলাম আযাদ করা উত্তম?

৬২৫৮। মুহাম্মাদ ইবনে আব্দুর রহীম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ যে ব্যক্তি একটি মুসলমান গোলাম আযাদ করবে, আল্লাহ তাআলা সে গোলামের প্রতিটি অঙ্গের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে তার প্রতিটি অঙ্গকে মুক্ত করবেন। এমনকি তার গুপ্তাঙ্গকেও গোলামের গুপ্তাঙ্গের বিনিময়ে মুক্ত করবেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৬২৫৮ | মুসলিম বাংলা