মুসলিম বিবাহ

আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৬২৫১
আন্তর্জতিক নং: ৬৭০৮

পরিচ্ছেদঃ ২৭৮১. শপথের কাফফারা অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ এরপর এর কাফফারা দশজন দরিদ্রকে (মধ্যম ধরনের) আহার্য দান (৫ঃ ৮৯)। এবং রাসূলুল্লাহ (ﷺ) যে হুকুম দিয়েছিলেন যখন এ আয়াত নাযিল হলঃ ফিদয়ার মধ্যে রোযা, সাদ্‌কা অথবা কুরবানী করা। ইবনে আব্বাস, আতা ও ইকরিমা থেকে বর্ণিত আছে যে, কুরআন মাজীদে যেখানে أَوْ أَوْ (অথবা অথবা) শব্দ আছে, কুরআনের অনুসারীদের জন্য সেখানে ইখতিয়ার রয়েছে।
নবী (ﷺ) কা’ব (রাযিঃ) কে ফিদয়া আদায়ের ব্যাপারে ইখতিয়ার দিয়েছিলেন।

৬২৫১। আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ......... কা'ব ইবনে উজরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা নবী (ﷺ) এর নিকট উপস্থিত হলাম। তখন তিনি বললেনঃ কাছে এসো। আমি তার নিকটে গেলাম। তখন তিনি বললেনঃ তোমাকে কি তোমার উকুন যন্ত্রণা দিচ্ছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেনঃ রোযা অথবা সাদ্‌কা অথবা কুরবানী করে ফিদয়া আদায় কর।
ইবনে আউন আইয়ুব থেকে আমার নিকট বর্ণনা করেন যে, রোযা হচ্ছে তিন দিন, কুরবানী হল একটি বকরী আর মিসকীনের সংখ্যা হল ছয়।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৬২৫১ | মুসলিম বাংলা