আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৯- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৬২৪২
আন্তর্জতিক নং: ৬৬৯৯
পরিচ্ছেদঃ ২৭৭৮. মান্নত আদায় না করে কোন ব্যক্তি যদি মারা যায়।
৬২৪২। আদম (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) এর কাছে জনৈক ব্যক্তি এসে বলল যে, আমার বোন হজ্জ করবে বলে মান্নত করেছিল। আর সে মারা গেছে। তখন নবী (ﷺ) বললেনঃ তার ওপর যদি কোন ঋণ থাকত, তবে কি তুমি তা পূরণ করতে না? লোকটি বলল, হ্যাঁ। তিনি বললেনঃ সুতরাং আল্লাহ তাআলার হককে আদায় করে দাও। কেননা, আল্লাহর হক আদায় করাটা তো অধিক কর্তব্য।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন