আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৯- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৬২৪১
আন্তর্জতিক নং: ৬৬৯৮
পরিচ্ছেদঃ ২৭৭৮. মান্নত আদায় না করে কোন ব্যক্তি যদি মারা যায়।
ইবনে উমর (রাযিঃ) এক মহিলাকে নির্দেশ দিয়েছেন যার মাতা কুবার মসজিদে নামায আদায় করবে বলে মান্নত করেছিল। তখন তিনি তাকে বলেছিলেন, তার পক্ষ থেকে নামায আদায় করে নিতে।
ইবনে আব্বাস (রাযিঃ)-ও এরূপ বর্ণনা করেছেন।
ইবনে উমর (রাযিঃ) এক মহিলাকে নির্দেশ দিয়েছেন যার মাতা কুবার মসজিদে নামায আদায় করবে বলে মান্নত করেছিল। তখন তিনি তাকে বলেছিলেন, তার পক্ষ থেকে নামায আদায় করে নিতে।
ইবনে আব্বাস (রাযিঃ)-ও এরূপ বর্ণনা করেছেন।
৬২৪১। আবুল ইয়ামান (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) কে ইবনে আব্বাস (রাযিঃ) এ মর্মে জানিয়েছেন যে, সা’দ ইবনে উবাদা আনসারী (রাযিঃ) নবী (ﷺ) এর কাছে জানতে চেয়েছিলেন তার মাতার কোন এক মান্নত সম্পর্কে, যা আদায় করার পূর্বেই তিনি ইন্তিকাল করেছিলেন। তখন নবী (ﷺ) তাকে তার মায়ের পক্ষ থেকে মান্নত আদায় করে দেওয়ার নির্দেশ প্রদান করলেন। আর পরবর্তীতে এটাই সুন্নত হিসাবে পরিগণিত হল।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন