আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৯- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৬২৩৯
আন্তর্জতিক নং: ৬৬৯৬
পরিচ্ছেদঃ ২৭৭৬. ইবাদতের ক্ষেত্রে মান্নত করা। (এবং মহান আল্লাহর বাণীঃ) যা কিছু তোমরা ব্যয় কর অথবা যা কিছু তোমরা মান্নত কর............ আয়াতের শেষ পর্যন্ত (২ঃ ২৭০)।
৬২৩৯। আবু নুআইম (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ যে ব্যক্তি এরূপ মান্নত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে, তাহলে সে যেন তাঁর আনুগত্য করে। আর যে এরূপ মান্নত করে যে, সে আল্লাহর নাফরমানী করবে, তাহলে সে যেন তার নাফরমানী না করে।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন