আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৯- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৬২২৮
আন্তর্জতিক নং: ৬৬৮৫
পরিচ্ছেদঃ ২৭৬৯. যদি কোন ব্যক্তি নাবীয পান করবে না বলে কসম করে। অতঃপর তেল, চিনি বা আসীর (জুস) পান করে ফেলে, তবে কারো কারো মতে কসম ভঙ্গ হবে না, যেহেতু তাদের নিকট এগুলো নাবীযের অন্তর্ভুক্ত নয়।
৬২২৮। আলী (রাহঃ) ......... সাহল ইবনে সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবী আবু উসায়দ (রাযিঃ) বিবাহ করলেন। তার (ওলীমায়) রাসূলুল্লাহ (ﷺ) কে দাওয়াত করলেন। আর তখন তার নব বিবাহিতা স্ত্রী তাঁদের খেদমত করছিলেন। সাহল (রাযিঃ) তার কওমের লোকদেরকে বললেনঃ তোমরা কি জান, সে মহিলা নবী (ﷺ) কে কী পান করিয়েছিল? সে রাত্রিবেলায় একটি পাত্রে তার জন্য খেজুর ভিজিয়ে রেখেছিল। এমনিভাবে সকাল হয়, আর সেগুলোই সে তাঁকে পান করিয়েছিল।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন