আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৯- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৬২২৭
আন্তর্জতিক নং: ৬৬৮৪
পরিচ্ছেদঃ ২৭৬৮. যে ব্যক্তি এমর্মে কসম করে যে, স্বীয় স্ত্রীর কাছে একমাস গমন করবে না। আর মাস যদি হয় উনত্রিশ দিনে।
৬২২৭। আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তাঁর স্ত্রীগণের ব্যাপারে ঈলা (কসম) করলেন। আর তখন তাঁর কদম মুবারক মচকে গিয়েছিল। তিনি তখন উনত্রিশ দিন কুঠরীতে অবস্থান করেছিলেন। এরপর তিনি নেমে এলেন (স্ত্রীগণের কাছে ফিরে এলেন)। লোকেরা তখন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ! আপনি তো এক মাসের ঈলা করেছিলেন। তখন তিনি বললেনঃ মাস তো কখনও উনত্রিশ দিনেও হয়।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন