আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৬২১৮
আন্তর্জতিক নং: ৬৬৭৪

পরিচ্ছেদঃ ২৭৬৩. কসম করে ভুলবশতঃ যখন কসম ভঙ্গ করে।

৬২১৮। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি (এক ঈদের দিন) নবী (ﷺ) এর সঙ্গে ছিলাম। তিনি (নামায শেষে) খুতবা প্রদান করলেন। এরপর বললেনঃ যে ব্যক্তি (নামাযের পূর্বেই) যবেহ করে ফেলেছে তার কর্তব্য, সে যেন তার পরিবর্তে আরেকটি যবেহ করে। আর যে এখনও যবেহ করেনি, সে যেন আল্লাহর নাম নিয়ে যবেহ করে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৬২১৮ | মুসলিম বাংলা