আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৬২১৭
আন্তর্জতিক নং: ৬৬৭২

পরিচ্ছেদঃ ২৭৬৩. কসম করে ভুলবশতঃ যখন কসম ভঙ্গ করে।

৬২১৭। হুমায়দী (রাহঃ) ......... উবাই ইবনে কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে আল্লাহর বাণীঃ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا (মুসা আলাইহিস সালাম বললেন, "আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না ও আমার ব্যাপারে অত্যধিক কঠোরতা অবলম্বন করবেন না।") সম্পর্কে শুনেছেন, তিনি বলেছেনঃ মুসা (আলাইহিস সালাম) এর প্রথমবারের (প্রশ্ন উত্থাপনটা) ভুলবশত হয়েছিল।
আবু আব্দুল্লাহ বুখারী (রাহঃ) বলেনঃ আমাদের কাছে মুহাম্মাদ ইবনে বাশশার ......... শা'বী থেকে বর্ণনা করেছেন। এ ব্যাপারে তিনি বলেছেন যে, বারা' ইবনে আযিব (রাযিঃ) এর নিকট কয়েকজন অতিথি ছিল। তিনি তাঁর পরিবার-পরিজনকে তাদের জন্য নামায থেকে প্রত্যাবর্তন করার পূর্বে কিছু যবেহ করতে হুকুম করলেন, যেন ফিরে এসেই তাঁরা আহার করতে পারেন। তখন পরিবারের লোকেরা নামায থেকে প্রত্যাবর্তনের পূর্বেই (কুরবানীর পশু) যবেহ করলেন।
নবী (ﷺ) এর কাছে লোকেরা এ সম্পর্কে বর্ণনা করল। তিনি পুনরায় যবেহ করার জন্য হুকুম করলেন। বারা' ইবনে আযিব (রাযিঃ) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে এমন একটি বকরীর বাচ্চা আছে, যা দুটি বড় বকরীর গোশতের চেয়েও উত্তম।
ইবনে আউন শা'বীর বরাতে এ হাদীস বর্ণনা করতে গিয়ে এ স্থানটিতে থেমে যেতেন। তিনি মুহাম্মাদ ইবনে সীরীন (রাহঃ) থেকে এর অনুরূপ বর্ণনা করতেন এবং এস্থানে থেমে যেতেন আর বলতেন, আমার জানা নেই, তিনি ছাড়া অন্য কারও জন্য তদ্রূপ অনুমতি আছে কিনা? আইয়ুব (রাহঃ) ……… আনাস ইবনে মালিক (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এ হাদীস বর্ণনা করেছেন।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

সহীহ বুখারী - হাদীস নং ৬২১৭ | মুসলিম বাংলা