আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৪৭৩৬। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, পর্দার আয়াত নাযিল হবার পর তাঁর [আয়েশা (রাযিঃ)] দুধ সম্পর্কীয় চাচা আবুল কু’আয়াসের ভাই আফলাহ্’ তাঁর ঘরে প্রবেশের অনুমতি চাইল। আয়েশা (রাযিঃ) বলেন, আমি অনুমতি দিতে অস্বীকার করলাম। এরপর রাসূল (ﷺ) এলেন। আমি তার সাথে যে ব্যবহার করেছি, সে সম্পর্কে তাঁকে অবহিত করলাম। তিনি তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেয়ার জন্য আমাকে বললেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন