আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৩- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৪৭৩০
আন্তর্জতিক নং: ৫০৯৭

পরিচ্ছেদঃ ২৬৬৪. ক্রীতদাসের সঙ্গে মুক্ত মহিলার শাদী

৪৭৩০। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘বারীরা’ থেকে তিনটি বিষয় জানা গেছে যে, যখন তাকে মুক্ত করা হয় তখন তাকে ইখতিয়ার দেয়া হয় (সে ক্রীতদাস স্বামীর সাথে থাকবে কিনা)? রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ক্রীতদাসের ওয়ালার[১] অধিকার মুক্তকারী ব্যক্তির। রাসূলুল্লাহ (ﷺ) ঘরে প্রবেশ করে চুলার ওপরে ডেকচি দেখতে পেলেন। কিন্তু তাকে রুটি এবং তরকারী দেয়া হল। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেন, চুলার ওপরের ডেকচির তরকারী দেখতে পাচ্ছি না যে? উত্তর দেয়া হল, ডেকচিতে বারীরার জন্য দেয়া সাদকার গোশত রয়েছে। আর আপনি তো সাদকার গোশত খান না। তখন তিনি বললেন, এটা বারীরার জন্য সাদকা এবং আমাদের জন্য হাদিয়া।

[১] মুক্ত দাস-দাসীর ব্যাপারে যে অধিকার জম্মে তাকে ‘ওয়ালা’ বলে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy