মাওলানা ডাঃ মোহাম্মদ মাসীহ উল্লাহ

পেশায় তিনি একদিকে একজন ডাক্তার , অন্যদিকে ইলম হাসিলের জন্য মাদ্রাসার পরিবেশে তিনি দীর্ঘ সময় ব্যয় করেছেন।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির(বাডাস) ডিসট্যান্স লার্নিং প্রোগ্রাম এর তিনি একজন ফ্যাকাল্টি মেম্বার এবং সিসিডি কোর্সের টিউটর হিসেবে আছেন ২০০৭ ইং থেকে। তিনি এমবিবিএস পাশ করেন সিএমসি থেকে ২০০৪ সনে। এমবিবিএস এর পর থেকেই সীমিত পর্যায়ে প্র্যাকটিস করার পাশাপাশি তিনি ইলমে দ্বীন হাসিল করার জন্য কওমী মাদ্রাসায় পড়াশুনা শুরু করেন এবং দীর্ঘ চৌদ্দ বৎসর ইলমে দ্বীন শেখার কাজে ব্যয় করেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে তিনি হাটহাজারী জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম থেকে হাইআতুল উলিয়ার অধীনে অনুষ্ঠিত তাকমীলুল হাদীস (মাস্টার্স) কেন্দ্রীয় পরীক্ষায় ৮০৪ নম্বর পেয়ে মুমতাজ হন।
এরপর তিনি জামিয়াতুল আরবিয়া নাজিরহাট বড় মাদ্রাসা থেকে তাখাস্সুস ফিল ফিকহিল ইসলামীর উপর পড়াশুনা করেন। এরপর থেকে যোগ্য মুফতি ও ওলামাদের তত্ত্বাবধানে তিনি উচ্চতর পড়াশুনায় ব্যস্ত আছেন। তাঁর উস্তাদগনের সিংহভাগ এখনও জীবিত, প্রয়োজনে তাঁদের কাছ থেকেও জেনে নেয়া যেতে পারে। এছাড়া ছয় বছর ধরে বায়তুল মা’মুন জামে মসজিদে খতীব হিসেবে দায়িত্বপালন করছেন এবং মেডিকেল লাইফের শুরু থেকে দাওয়াত ও তাবলীগের কাজের সাথে যুক্ত। তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাই নিজের স্বগোত্রীয়দের দ্বীনি তালীমের দায়িত্ববোধ থেকে মিফতাহুল উলূম অনলাইন একাডেমী এর মাধ্যমে লিল্লাহি তাআলা বিভিন্ন কোর্স পরিচালনা করার চেষ্টা করছেন।
আমরা আল্লাহপাকের কাছে দোয়া করি, তিনি যেন তাকওয়া ও আমানতদারীর সাথে তালীম ও তায়াল্লুম চালিয়ে যেতে পারেন এবং সব ধরনের পদস্খলন থেকে যেন আল্লাহপাক তাকে হেফাজত করেন।