প্রবন্ধ

মুসলিম বাংলা অ্যাপ/ক্যালেন্ডারের সময় নিয়ে কিছু কথা

লেখক:'মুসলিম বাংলা' সম্পাদকীয়
৮ মার্চ, ২০২৫
৩৫৬৩৯ বার দেখা হয়েছে
মন্তব্য
এবার রমাদানে মুসলিম বাংলা অ্যাপে নিচের যে কোন ৩টি সমস্যার একটি সকলে পাচ্ছেন।

১। ইফাবার সাথে মেলে না।
২। স্থানীয় ক্যালেন্ডারের সাথে মেলে না।
৩। দুই ডিভাইসে দুই রকম টাইম দেখায়।

উপরের ৩টি প্রশ্নের উত্তর নিচে দিচ্ছি এক সাথে।

ইসলামিক ফাউন্ডেশন ( ইফাবা) ৩৩ বছরে প্রথম সতর্কতা তুলে দিয়ে ইফতার, সাহরি ক্যালেন্ডার ঘোষণা করেছে। অন্যদিকে স্থানীয় ক্যালেন্ডারগুলো এই ঘোষণার আগে ছাপা। তাই দুটির মধ্যে মিল হচ্ছে না।

অন্যদিকে, মুসলিম বাংলা অ্যাপ এতো বছরের চিরন্তন নিয়মে সাহরিতে ৫ মিনিট এবং মাগরিবে ৩ মিনিট সতর্কতা রেখে এবারের রমাদান শুরু করেছে। পরবর্তীতে আপডেট করে ইসলামিক ফাউন্ডেশনের সাথে মিলিয়ে সতর্কতা উঠিয়ে দিয়েছে।  এর ফলাফল স্বরূপ ৩টি সমস্যা দেখা দিলো, 
 ১। কারো স্থানীয় ক্যালেন্ডারের সাথে সময় মিলছে না। 
অথবা
২। কারো ইফাবার সাথে মিলছে না। 
৩। একই পরিবারে দুই জনের মোবাইলে ( দুই ভার্শন ) দুই রকম ডাটা দেখাচ্ছে। একজনের মোবাইলে সতর্কতা সহ, আরেকজনের মোবাইলে সতর্কতা ছাড়া ( নতুন ভার্শন)। 

তাহলে সমাধান কি ? 

সমাধান হচ্ছে,  অ্যাপ আপডেট করে আপনার মসজিদ / মহল্লার  ফয়সালা মত সতর্কতা সহ অথবা সতর্কতা ছাড়া সেটিংস করে নিন। সেটিংস ঠিক করে নিলেই আগের মত সব মিলে যাবে ইনশাআল্লাহ্।


আপনাদের এই ভোগান্তির জন্য আমরা দুঃখিত কিন্তু নিরুপায়।

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

লেখকবৃন্দ

সকল লেখক →

মুফতী আবুল হাসান শামসাবাদী

শাইখুল ইসলাম আল্লামা যাহেদ কাউছারী রহঃ

মুফতী আব্দুল হান্নান হাবীব

মুফতী সালমান মানসুরপুরী

শাইখুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস দাঃ

আল্লামা আহমাদ মায়মূন

মাওলানা আতাউল্লাহ আব্দুল জলীল

আল্লামা রফী উসমানী রহঃ

মুফতী রশীদ আহমদ লুধিয়ানভী রহ.

মাওলানা নূর আলম খলীল আমিনী

হযরত মাওলানা আবদুল হাই পাহাড়পুরী রহঃ

হযরতজী মাওলানা ইউসুফ কান্ধলভি রহঃ

মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান

মাওলানা মুহাম্মাদ ইমরান হুসাইন

মাওলানা শাহাদাত সাকিব

আল্লামা ইসহাক ওবায়দী রহঃ

মাওলানা ওমর পালনপুরী

মুফতী আবুল কাসেম নোমানী

হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহ)

আল্লামা মানাযির আহসান গিলানী রহঃ