প্রবন্ধ

একটি সুন্নাহকে বাঁচাবো বলে (২৬তম পর্ব) – দু‘আ কবুল হচ্ছে না?

লেখক:শাইখ মুহাম্মাদ আতীক উল্লাহ
৫ জুন, ২০২৪
১১২২ বার দেখা হয়েছে
মন্তব্য

এত দু‘আ করি, কবুল কেন হয় না! সুন্নাত তরীকায় দু‘আ করলে, কবুল হওয়ার আশ্বাস দিয়েছেন নবীজি! দু‘আ করার সুন্নাত তরীকা কী?


ক্ষীণ একটা ধারনা থাকলেও থাকতে পারে কারো কারো মনে: দু‘আটা নামায-রোযার মতো এবাদত নয়। জ্বি না, দু‘আ নিজেই স্বয়ংসম্পূর্ণ একটা এবাদত। হাত তুলে বা না তুলে আল্লাহর কাছে যে নিজের চাহিদার কথা বলছি, আমি মূলত এবাদত করছি।


দু‘আই ইবাদত (তিরমিযী)


আল্লাহ তা‘আলা বলেছেন: তোমরা আমার কাছে দু‘আ করো। আমি কবুল করবো (গাফির:৬০)


দু‘আ কবুল হওয়ার অনেক শর্ত আছে। সময় আছে। আদব আছে। আমরা গুরুত্বপূর্ণ একটা আদব বলেই শেষ করবো। ফাদালাহ বিন ওবাইদ রা. বলেছেন:

-নবীজি বসে আছেন। এক লোক এসে নামায পড়লো। তারপর বললো:

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي

হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন। দয়া করুন!

নবীজি বলে উঠলেন:

-হে মুসল্লি! বড় তাড়াহুড়া করে ফেলেছ! তুমি যখন নামায পড়া শেষ করবে, আল্লাহর উপযুক্ত প্রশংসা করবে তারপর আমার প্রতি দুরূদ পাঠ করবে তারপর যা দু‘আ করার করবে।

একটু পর আরেক লোক এসে নামায পড়লো। আল্লাহর প্রশংসা করলো। নবীজির প্রতি দুরূদ পাঠ করলো। তখন নবীজি বলে উঠলেন:

-হে মুসল্লি! তুমি এবার দু‘আ করতে পারো। কবুল করা হবে! (তিরমিযী)


এই সুন্নাত আদায় করতে হলে একটু সময় বের করতে হবে। সামান্য হলেও চলবে। দু‘আর আগে সূরা ফাতিহা বা সংক্ষেপে ‘আলহামদুলিল্লাহ’ এবং দরুদ পাঠ করতে হবে। তারপর দু‘আ করতে হবে। এভাবে সুন্নাত তরীকায় দু‘আ করলে, কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়!

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

টুপি পরিধান করার কোন প্রমাণ কি হাদীস বা আছারে সাহাবায় নেই?

...

মাওলানা ইমদাদুল হক
১০ নভেম্বর, ২০২৪
৪৭০৯ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →

আল্লামা শাব্বীর আহমাদ উসমানী রহঃ

শাহ আব্দুল আযীয দেহলভী রহঃ

শাইখুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবী রহঃ

মাওঃ উবাইদুল্লাহ সিন্ধী রহঃ

সায়্যিদ সাবেক রহঃ

আল্লামা আব্দুল মজীদ নাদীম রহঃ

মাওলানা আসলাম শাইখুপুরী

শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী রহঃ

মাওঃ আবু আম্মার যাহেদ রাশেদী

মাওঃ নুরুল হাসান রাশেদ কান্ধলভী

মুফতী হাবীবুর রহমান খাইরাবাদী

আল্লামা আবুল কালাম আযাদ রহঃ

মাওলানা সাঈদ আহমদ

মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন দাঃ

হযরত মাওলানা নূর হোসাইন কাসেমী রহঃ

মাওলানা হাবীবুর রহমান খান

মাওলানা সাঈদ আহমাদ বিন গিয়াসুদ্দীন

মাওঃ আবু বকর সিরাজী

শায়েখ আবু মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে উমার [রহ.]

মাওঃ এনামুল হাসান