প্রবন্ধ

একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৭ম পর্ব) – ওযুর পরে তাশাহহুদ

লেখক:শাইখ মুহাম্মাদ আতীক উল্লাহ
১৭ মে, ২০২৪
৭৪৩ বার দেখা হয়েছে
মন্তব্য

এক: অল্প কয়েক শব্দ। অথচ কী শক্তি শব্দগুলোর! জান্নাতের আটটা দরজাই খুলে দিবে। এবার যে দরজা দিয়ে ইচ্ছা, প্রবেশ করো।


দুই: অথচ সময় লাগবে বড়জোর তিন থেকে পাঁচ সেকেন্ড!


নবিজী (সা.) বলেছেন:

-তোমরা যারা ভালভাবে ওযু করে পড়বে:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ

তাহলে জান্নাতের আটটা দরজা খুলে যাবে। যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।

(উকবা বিন আমির রা. | মুসলিম)


তিন: এত সহজে জান্নাত! তাহলে ঠেকায় কে! ইনশাআল্লাহ।

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

কাছরাতে যিকির

...

হযরত মাওলানা আবদুল হাই পাহাড়পুরী রহঃ
৮ নভেম্বর, ২০২৪
১৯২১ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →