প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৭ম পর্ব) – ওযুর পরে তাশাহহুদ
এক: অল্প কয়েক শব্দ। অথচ কী শক্তি শব্দগুলোর! জান্নাতের আটটা দরজাই খুলে দিবে। এবার যে দরজা দিয়ে ইচ্ছা, প্রবেশ করো।
দুই: অথচ সময় লাগবে বড়জোর তিন থেকে পাঁচ সেকেন্ড!
নবিজী (সা.) বলেছেন:
-তোমরা যারা ভালভাবে ওযু করে পড়বে:
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ
তাহলে জান্নাতের আটটা দরজা খুলে যাবে। যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।
(উকবা বিন আমির রা. | মুসলিম)
তিন: এত সহজে জান্নাত! তাহলে ঠেকায় কে! ইনশাআল্লাহ।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
নবীজীর ভালোবাসা ও সুন্নাতী যিন্দেগী
হযরত সালমান মনসুরপুরী রহ. বলেন, নবীজীর মুহাব্বত হৃদয়ের শক্তি, রূহের খোরাক, চোখের শীতলতা, দেহের সজীবত...
দুশ্চিন্তা থেকে মুক্তির ১০ আমল
দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা আমাদের জীবনের এক অনাকাঙ্ক্ষিত অংশ। এটি আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে ...
নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন
...
দাওয়াত, হাদিয়া ও উপঢৌকন
হাদিয়া, উপঢৌকন ও দাওয়াত আদান- প্রদান ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল ও প্রিয় নবীজী সাল্লাল্লাহু...