প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৫ম পর্ব) – মুচকি হাসি
এক: কী অবাক করা ব্যাপার! মনের আনন্দে হাসব, তাতেও সওয়াব হবে? হয়তো বা এই একটু হাসি দিয়েই জান্নাতে চলে যেতে পারব?
দুই: নবিজী (সা.) বলেছেন:
-তোমার ভাইয়ের জন্যে তোমার মুচকি হাসিও সাদাকাস্বরূপ।
তিন: আবদুল্লাহ বিন হারেস (রা.) বলেছেন:
-আমি রাসুলুল্লাহর চেয়ে বেশি মুচকি হাসতে আর কাউকে দেখিনি।
চার: একটু হাসিতেই সমাজের কত কত সমস্যা সমাধান হয়ে যায়। হাসি যে শুধু আনন্দের সময় দিতে হবে এমন নয়, দুঃখ-শোক-তাপের সময়ও নবিজী (সা.) মুচকি হাসি দিয়েছেন। হি হি হি!
ইয়া রাব! আমাদেরকে এই সুন্দর সুন্দর, মজার মজার সুন্নাহগুলো নিয়মিত আমলে নিয়ে আসার তাওফীক দান করুন। আমীন।
আমাদের শি‘আর (স্লোগান) হলো:
– ইন তুতীঊহু তাহতাদু (وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا): যদি তার (নবিজীর) অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে (নূর:৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন
...
মিলাদ-কিয়াম এর শরঈ বিধান
...
দাওয়াত, হাদিয়া ও উপঢৌকন
হাদিয়া, উপঢৌকন ও দাওয়াত আদান- প্রদান ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল ও প্রিয় নবীজী সাল্লাল্লাহু...
যিলহজ্জ মাসের প্রথম দশকের ফজিলত ও আমল
জিলহজ্জের প্রথম দশদিন ইবাদতের মহান মৌসুম। আল্লাহ তাআলা বছরের অন্যসব দিনের উপর এ দিনগুলোকে মর্যাদা দি...