প্রবন্ধ

একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৫ম পর্ব) – মুচকি হাসি

লেখক:শাইখ মুহাম্মাদ আতীক উল্লাহ
১৭ মে, ২০২৪
৬৬৫ বার দেখা হয়েছে
মন্তব্য

এক: কী অবাক করা ব্যাপার! মনের আনন্দে হাসব, তাতেও সওয়াব হবে? হয়তো বা এই একটু হাসি দিয়েই জান্নাতে চলে যেতে পারব?


দুই: নবিজী (সা.) বলেছেন:

-তোমার ভাইয়ের জন্যে তোমার মুচকি হাসিও সাদাকাস্বরূপ।


তিন: আবদুল্লাহ বিন হারেস (রা.) বলেছেন:

-আমি রাসুলুল্লাহর চেয়ে বেশি মুচকি হাসতে আর কাউকে দেখিনি।


চার: একটু হাসিতেই সমাজের কত কত সমস্যা সমাধান হয়ে যায়। হাসি যে শুধু আনন্দের সময় দিতে হবে এমন নয়, দুঃখ-শোক-তাপের সময়ও নবিজী (সা.) মুচকি হাসি দিয়েছেন। হি হি হি!


ইয়া রাব! আমাদেরকে এই সুন্দর সুন্দর, মজার মজার সুন্নাহগুলো নিয়মিত আমলে নিয়ে আসার তাওফীক দান করুন। আমীন।


আমাদের শি‘আর (স্লোগান) হলো:

– ইন তুতীঊহু তাহতাদু (وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا): যদি তার (নবিজীর) অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে (নূর:৫৪)

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন

...

শাঈখুল ইসলাম মুফতি তাকী উসমানী
১০ নভেম্বর, ২০২৪
১৭৬১ বার দেখা হয়েছে

মিলাদ-কিয়াম এর শরঈ বিধান

...

মুফতী আমীর হোসাইন
১০ নভেম্বর, ২০২৪
১৬৩০১ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →