প্রবন্ধ

ইমাম আবু হানীফা রহ. এর নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ

লেখক:শাঈখুল ইসলাম হযরত আব্দুল মালেক
১৬ জানুয়ারী, ২০২২
১৭৩৭ বার দেখা হয়েছে
মন্তব্য

ইমাম আযম আবু হানীফা রহ. (১৫০ হি.)-এর জীবনীর উপর স্বতন্ত্র জীবনীগ্রন্থ প্রচুর লিখিত হয়েছে। ইমাম ত্বহাবী (৩২১) রহ. হতে এখন পর্যন্ত অনেক আলেমই এই বিষয়ে কিতাব লিখেছেন, লিখে চলেছেন। তন্মধ্যে প্রকাশিত ক’টি মাত্র গ্রন্থের নাম তুলে ধরা হল।


১. ফাযায়িলু আবী হানীফাহ ওয়া আখবারুহু ওয়া মানাকিবুহু -আবুল কাছেম ইবনু আবিল আওয়াম


(৩৩৫ হি.)।


২. আখ্বারু আবি হানীফা ওয়া আস্হাবিহী -কাযী আবু আবদুল্লাহ হুসাইন বিন আলী সাইমারী রহ.


(৪৩৬ হি.)।


৩. আলইনতিকা ফী ফাযায়িলিল আয়িম্মাতিস সালাসাতিল ফুকাহা - ইমাম ইবনু আবদিল বার (৪৬৩ হি.)।


৪. মানাকিবুল ইমামিল আ’যম - ইমাম মুয়াফফাক বিন আহমদ মক্কী রহ. (৫৬৮ হি.)


৫. মানাকিবুল ইমাম আবী হানীফা - মুহাম্মদ বিন মুহাম্মদ শিহাব ইবনে বাযযায কারদারী (৮২৭ হি.) রহ.। ইমাম মুয়াফফাক ও কারদারী রহ.-এর উভয় কিতাব দুই খন্ডে এক ভলিউমে প্রকাশিত হয়েছে।


৬. মানাকিবুল ইমাম আবী হানিফা ওয়া সাহিবাইহি - হাফিয মুহাম্মদ বিন আহমদ বিন উসমান যাহাবী হাম্বলী (৭৪৮ হি.) রহ.। এটি হায়দারাবাদের ‘লাজনাতু ইহইয়ায়িল মাআরিফিন


নুমানিয়া হতে মাওলানা আবুল ওয়াফা আফগানী ও যাহেদ কাউসারী রহ.-এর তাহকীক-তা’লীকে খুব উত্তম ও সুন্দরভাবে ছাপা হয়েছে। 


৭. তাবয়ীযুয সহীফা বি-মানাকিবিল ইমাম আবী হানীফা-আবুল ফজল জালাল উদ্দীন আবদুর রহমান সুয়ুতী শাফেয়ী (৯১১ হি.) রহ.।


৮. উকুদুল জুমান ফী মানাকিবিল ইমাম আবী হানীফাতান নু’মান  - মুহাম্মদ বিন ইউসুফ সালেহী শাফেয়ী রহ. (৯৪২ হি.)। এটি একটি সুন্দর ও বিস্তৃত কিতাব।


৯. আল্-খায়রাতুল হিসান ফী মানাকিবিল ইমাম আবী হানীফাতান নু’মান - শায়খ শিহাব উদ্দীন আহমদ ইবনে হাজার হায়তামী মক্কী শাফেয়ী (৯৭৩ হি.) রহ.।


১০. আবু হানীফা : হায়াতুহু ওয়া আসরুহু ওয়া ফিকহুহু ওয়া আরাউহু - শায়খ আবু যাহরা মিসরী রহ.।


এখানে প্রকাশিত প্রসিদ্ধ দশটিমাত্র কিতাবের নাম উল্লেখ করা হল। তাছাড়া ইমাম আবু হানীফা রহ.-এর জীবনের একেকটি দিক নিয়ে বিস্তর কিতাব বের হয়েছে ও হচ্ছে। যেমন ইলমে হাদীসে ইমাম আবূ হানীফার মাকাম সম্পর্কে উস্তাযে মুহতারাম হযরত মাওলানা মুহাম্মদ আবদুর রশীদ নুমানী রহ.-এর কিতাব -‘মাকানাতুল ইমাম আবী হানীফা ফীল হাদীস’ ও শায়খ মুহাম্মদ আমীনের কিতাব-‘মাসানীদুল ইমাম আবী হানীফা ওয়া আদাদু মারবিয়াতিহি’। বেশ কয়েক বছর আগে প্রকাশিত হয়েছে মাওলানা আব্দুশ শহীদ নুমানাীর -‘ইমাম আবূ হানীফা কী তাবিইয়্যাত’।

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

এমন মানুষ মিলবে না আর...... মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহ. স্মরণে

...

মুফতী সালমান মানসুরপুরী
১০ নভেম্বর, ২০২৪
৪১২১ বার দেখা হয়েছে

মাওলানা আব্দুল হাই পাহাড়পুরী রহঃ কে যেমন দেখেছি

...

প্রফেসর গিয়াসুদ্দীন আহমদ
৮ নভেম্বর, ২০২৪
১১৩০ বার দেখা হয়েছে

ইমাম আবু হানীফা (র.) তাবেয়ী ছিলেন

...

মাওলানা মীযান হারুন
১০ নভেম্বর, ২০২৪
৯১৯ বার দেখা হয়েছে

সকল ফকীহরই নির্ভরতা ছিল সহীহ হাদীসের উপর

...

আল্লামা আব্দুল মতীন
১০ নভেম্বর, ২০২৪
১৪৭৯ বার দেখা হয়েছে

লেখকবৃন্দ

সকল লেখক →