প্রবন্ধ

ইসলামী শিষ্টাচারের পাঠ

লেখক:শাইখুল ইসলাম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.
১৫ জানুয়ারী, ২০২২
২৯৬১ বার দেখা হয়েছে
মন্তব্য
যখন তুমি ঘরে যাবে তখন ঘরে যারা আছে তাদেরকে তোমার আগমনের ব্যাপারে পূর্বেই অবহিত করবে, যাতে তোমার হঠাৎ আগমনের কারণে তারা চমকে না যায় অথবা তুমি তাদের ব্যাপারে অবিশ্বাসকারী ও দোষ-ত্রুটি অনুসন্ধানকারী ব্যক্তির ন্যায় না হও।
হযরত আবু উবাইদা আমের ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ [রাযিয়াল্লাহু তায়ালা আনহু] বলেন, আমার পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আপন গৃহে আগমন করতেন, তখন এমন কোনো পদ্ধতি অবলম্বন করতেন, যার ফলে গৃহবাসী তাঁর আগমন সম্পর্কে উপলব্ধি করতে পারতো। অনেক সময় ঘরে প্রবেশের পূর্বে তিনি উচ্চঃস্বরে কথা বলতেন, যাতে গৃহবাসীরা তাঁর ব্যাপারে সতর্ক হয়ে যায়।
ইমাম আহমাদ ইবনে হাম্বল [রহিমাহুল্লহ] বলেন, (অর্থাৎ) যখন কেউ বাড়িতে প্রবেশ করতে চায় তখন কাশি দিয়ে বা জুতার মাধ্যমে আওয়াজ করে গৃহে অবস্থানকারীদেরকে জানিয়ে যেনো সে তথায় প্রবেশ করে।
ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ বলেন, আমার পিতা যখন মসজিদ থেকে ঘরে ফিরতেন, তখন ঘরে প্রবেশ করার পূর্বে এমনভাবে পা ফেলতেন, যার ফলে ঘর থেকে তাঁর পদধ্বনি শোনা যেতো। কখনো কখনো তিনি ঘরে প্রবেশ করছেন তা অবহিত করার জন্য জোরে জোরে গলা খাকারী দিতেন।...
ইসলামী শিষ্টাচার
(মিন আদাবিল ইসলাম)
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (...)

এ সম্পর্কিত আরও প্রবন্ধ

লেখকবৃন্দ

সকল লেখক →